তিরিশের ঘরে রান করেও বছরের পর বছর ভারতীয় দলে খেলোয়াড়দের টিকে থাকতে দেখেছেন। কিন্তু বিরাট কোহলি নিজেকে এমন উচ্চতায় নিয়ে গিয়েছেন যে ৩০-র ঘরে রান করলেও সেটা কম দেখাচ্ছে। এমনই মন্তব্য করলেন প্রাক্তন ভারতীয় তারকা অঞ্জুম চোপড়া।
সংবাদসংস্থা এএনআইকে তিনি বলেন, 'বিরাট কোহলি নিজে জানে যে ওর কী প্রয়োজন। যখন কেউ নিজের পর্যায়ে খেলতে পারে না, তখন আরও বেশি অনুশীলন করে। আমি নিশ্চিত যে ও (আরও বেশি) অনুশীলন করছে, (বিভিন্নকম) চেষ্টা করছে এবং ফর্মে ফেরার জন্য সবরকম চেষ্টা করছে। যেভাবে আন্তর্জাতিক ক্রিকেট এগোচ্ছে, তাতে অনুশীলনই একমাত্র বিকল্প।'
সম্প্রতি একেবারেই ‘বিরাট’ ছন্দে নেই কোহলি। আর পাঁচজনের নিরিখে মোটামুটি গড় থাকলেও তিনি নিজে যে মানদণ্ড তৈরি করেছিলেন, তার নিরিখে চূড়ান্ত ছন্দহীনতায় ভুগছেন ভারতীয় দলের প্রাক্তন অধিনায়ক। সেই বিষয়ে অঞ্জুম বলেন, ‘আমি দেখেছি যে খেলোয়াড়রা ৩০ বা ৪০-র ঘরে রান করে বছরের পর বছর ধরে ভারতীয় দলে টিকে গিয়েছে। কিন্তু ও (বিরাট) নিজেকে যে পর্যায়ে নিয়ে গিয়েছে, তাতে ওই ৩০ বা ৪০-র ঘরে রান করলেও সেটা কম দেখাচ্ছে। তবে আমি নিশ্চিত যে খুব শীঘ্রই ভারতীয় দলের হয়ে রান করতে শুরু করবে।’
আরও পড়ুন: কপিল দেবকে নয়, দল থেকে বিরাটকে বাদ দেওয়া ইস্যুতে পন্টিংকেই সমর্থন করলেন আগরকর
এশিয়া কাপ এবং বিশ্বকাপ নিয়ে বিরাটের মন্তব্য
আগামী ২৭ অগস্ট থেকে এশিয়া কাপ শুরু হচ্ছে। রবিবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সরকারি সম্প্রচারকারী সংস্থা স্টার স্পোর্টসের টুইটার অ্যাকাউন্টে তা স্মরণ করিয়ে দেওয়া হয়। বিরাটের বক্তব্যও তুলে ধরে স্টার স্পোর্টস কর্তৃপক্ষ। বিরাট বলেন, ‘ভারতকে এশিয়া কাপ এবং বিশ্বকাপ জিততে সাহায্য করাই হল আমার মূল লক্ষ্য। সেই লক্ষ্যপূরণে আমি দলের জন্য যে কোনও কাজ করতে তৈরি।’
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।