শুভব্রত মুখার্জি: দীর্ঘদিন ধরেই ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেটে বেশ খারাপ সময় চলছে। সম্প্রতি জিম্বাবোয়েতে অনুষ্ঠিত আইসিসি আয়োজিত ওয়ানডে বিশ্বকাপের কোয়ালিফাইং রাউন্ড থেকেই বিদায় নিতে হয়েছে দুইবারের চ্যাম্পিয়নদের। ফলে প্রথমবার ওয়ানডে বিশ্বকাপের মূলপর্বে খেলা হবে না ক্যারিবিয়ানদের। আর সেই হতাশা কাটতে না কাটতে দেশের মাটিতে ভারতের বিরুদ্ধে প্রথম ওয়ানডে ম্যাচে জোর ধাক্কা খেল ওয়েস্ট ইন্ডিজ দল। রবীন্দ্র জাদেজা এবং কুলদীপ যাদবের স্পিন ভেল্কিতে নাস্তানাবুদ হল তারা। ভারতের চলতি ওয়েস্ট ইন্ডিজ সফরের প্রথম ওয়ানডে ম্যাচে বাজেভাবে হারতে হয়েছে ক্যারিবিয়ান বাহিনীকে। ফলে একদিকে যেমন লজ্জার নজিরের তালিকায় নাম লিখিয়েছে ওয়েস্ট ইন্ডিজ, তেমনি অন্যদিকে এই রান তাড়া করতে গিয়েই দ্রুত জয় তুলে নিয়ে অনন্য নজিরের তালিকায় নাম উঠিয়েছে ভারতীয় দল।
টেস্ট সিরিজে হারের পরে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই দল। যেখানে জাদেজা-কুলদীপ জুটির তান্ডবে মাত্র ১১৪ রানে অলআউট হয়ে যায় উইন্ডিজ বাহিনী। পুরুষদের আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেটে ভারতের বিরুদ্ধে যা ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২০১৮ সালে বিশাখাপত্তনমে ১০৪ রানে অলআউট হয়েছিল তারা। যা তাদের করা সর্বনিম্ন স্কোর। এই তালিকায় তৃতীয় স্থানে রয়েছে ১৯৯৭ সালের পোর্ট অফ স্পেনের ম্যাচ। যেখানে তার অল আউট হয়েছিল ১২১ রানে। চতুর্থ স্থানে রয়েছেন ১৯৯৩ সালে কলকাতাতে ১২৩ রানে অল আউট হয়ে যাওয়া।
এই রান তাড়া করার ক্ষেত্রেও নজির গড়ল ভারতীয় দল। ক্যারিবিয়ান বাহিনীর বিরুদ্ধে পুরুষদের ওয়ানডেতে সবথেকে কম ওভারে রান তাড়া করে ম্যাচ জয়ের তালিকায় নিজেদের নাম তুলল ভারতীয় দল। এই তালিকায় প্রথম স্থানে রয়েছে ২০১৮ সালে তিরুবনন্তপুরমের জয়। ওই ম্যাচে মাত্র ১৪.৫ ওভারে ভারত কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে গিয়েছিল। দ্বিতীয় স্থানে রয়েছে ২০০৯ সালের গ্রস আউলেটের ম্যাচটি। যেখানে ভারত ২১.৫ ওভারেই লক্ষ্যে পৌঁছে ম্যাচ জিতেছিল। তৃতীয় স্থানে রয়েছে আজকের ম্যাচটি। এই ম্যাচে ব্রিজটাউনে ভারতীয় দল ২২.৫ ওভারেই জিতে নেয় ম্যাচ। তালিকার চতুর্থ স্থানে রয়েছে ১৯৯৭ সালের পোর্ট অফ স্পেনের ম্যাচে ২৩.১ ওভারে জিতেছিল ভারতীয় সিনিয়র ক্রিকেট দল।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।