খেলার মাঠে কত ধরনেরই না সেলিব্রেশন দেখে থাকেন ক্রীড়াপ্রেমীরা। ক্রিকেটের মাঠেও সাম্প্রতিক সময়ে বিশেষ বিশেষ সেলিব্রেশন নজর কাড়ে আলাদা করে। পুষ্পা সেলিব্রেশন তো চলতি বাংলাদেশ প্রিমিয়র লিগে ট্রেন্ডে পরিণত হয়েছে। একসময় নাগিন ডান্সে মাতিয়ে তুলেছিলেন বাংলাদেশের ক্রিকেটাররা।
শামসির মোবাইল সেলিব্রেশন, শেল্ডন কটরেলের স্যালুট সেলিব্রেশন, শিধর ধাওয়ানের লে পাঙ্গা সেলিব্রেশন, হ্যারিস রউফের কোভিড সেফ সেলিব্রেশন প্রভৃতি নানান ধরনের সেলিব্রেশন দেখা গিয়েছে ক্রিকেটের মাঠে। তবে ইংল্যান্ডের বিরুদ্ধে টি-২০ সিরিজে উইকেট নেওয়ার পর ওয়েস্ট ইন্ডিজের আকিল হোসেন যেভাবে সেলিব্রেট করেন, তেমনটা আগে কখনও চোখে পড়েনি নিশ্চিত।
আসলে সিরিজের পঞ্চম টি-২০ ম্যাচে উইকেট নেওয়ার পর আকিল বৃদ্ধদের মতো কোমরে হাত দিয়ে লাঠি নিয়ে হাঁটার ঢংয়ে সেলিব্রেট করেন। খুব সাধারণভাবে এমন সেলিব্রেশনকে ওল্ড এজ সেলিব্রেশন বলা যায়।
উল্লেখ্য, ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজের পঞ্চম তথা নির্ণায়ক টি-২০ ম্যাচে ১৭ রানে জয় তুলে নেয় ওয়েস্ট ইন্ডিজ এবং সেই সঙ্গে পাঁচ ম্যাচের সিরিজ ৩-২ ব্যবধানে পকেটে পোরে। টস জিতে শুরুতে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। তারা নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেটের বিনিময়ে ১৭৯ রান সংগ্রহ করে। পালটা ব্যাট করতে নেমে ইংল্যান্ড ১৯.৫ ওভারে ১৬২ রানে অল-আউট হয়ে যায়। আকিল হোসেন ৪ ওভারে ৩০ রানের বিনিময়ে ৪টি উইকেট দখল করেন। যদিও ডাবল হ্যাটট্রিক-সহ ২৭ রানে ৫ উইকেট নিয়ে ম্যাচের সেরা হন জেসন হোল্ডার।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।