টোকিও অলিম্পিক্সে কি অংশ নিতে পারবে ভারত? জাপান সরকার কী তাদের দেশে ভারতীয় অ্যাথলিটদের প্রবেশ করতে দেবে? এমনই সব প্রশ্নের উত্তরের খোঁজে রয়েছেন টোকিও অলিম্পিক্সে যোগ্যতা অর্জনকারী ভারতীয় অ্যাথলিটরা। কিছুদিন আগেই জাপান সরকারের তরফ থেকে ঘোষণা করা হয়েছিল, তাদের দেশে ভারত, পাকিস্তান ও নেপাল থেকে আসা যাত্রীদের প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হল। কারণ হিসাবে দেখান হয়েছে করোনাকে।
করোনার দ্বিতীয় ঢেউ-এ প্রায় গোটা বিশ্ব ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে কোভিডের দ্বিতীয় ঢেউ-এর প্রভাব সব থেকে বেশি দেখা গেছে ভারতে। সেই কারণেই জাপানে প্রবেশের ক্ষেত্রে ভারতের দিকে লাল সংকেত দেখিয়ে রেখেছে সেই দেশের সরকার। এমন অবস্থায় কী ভাবছে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন!
(IOA) ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি নরিন্দর বাত্রা বলেন, ভারতীয় অ্যাথলিটদের জাপানে প্রবেশ করতে কোনও অসুবিধা হবেনা, নিয়ম বলে তাদের কেউ আটকাতে পারবেনা। বাত্রা বলেন, ‘আমরা বুঝতে পারছি যে অলিম্পিক্সে ভারত, পাকিস্তান, ও নেপাল থেকে সাধারণ মানুষের তাদের দেশে প্রবেশ করাটা মুশকিলের। কিন্তু কোনও দেশের অ্যাথিলিটকে অলিম্পিক্সের আয়োজক দেশ তাদের দেশে ঢোকা থেকে আটকাতে পারেনা। কারণ এরজন্য আন্তর্জাতিক অলিম্পিক কমিটির কাছে অলিম্পিক্স আয়োজক দেশ চুক্তিবদ্ধ থাকে। যোগ্যতা অর্জকারী ও স্বীকৃতি প্রাপ্ত ক্রীড়াবীদ ও অফিসিয়ালদের প্রোটকলের মধ্যে দিয়ে দেশে ঢুকতে দিতেই হবে। হ্যা আমরা সকল প্রোটেকল মানছি। অ্যাথলিট ও প্যারা অ্যাথলিটদের ভ্যাকসিন করা হয়েগেছে। অনেক অফিসিয়ালদেরও ভ্যাকসিন দেওয়া হয়েছে। আমরা দেশ ছাড়ার ২৪ ঘন্টা আগে নিয়ম মেনে আমরা RTPCR পরীক্ষা করব। আমার মনে হয় কোনও ভাবে তাদের আটকানোর কোনও কারণ নেই। স্বীকৃতি প্রাপ্ত সকল অ্যাথলিট ও অফিসিয়াল ওখানে পৌঁছাবে।’