কেরিয়ারের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করার বিরল কৃতিত্ব অর্জন করলেন ফারিহা তৃষ্ণা। ২০ বছর বয়সী বাঁ-হাতি পেসারের দুর্দান্ত বোলিংয়ের সুবাদেই মেয়েদের এশিয়া কাপে মালয়েশিয়াকে মাত্র ৪১ রানে গুটিয়ে দেয় বাংলাদেশ। থাইল্যান্ডের কাছে পাকিস্তানের লজ্জার হারের দিনে বাংলাদেশ ৮৮ রানের বড় ব্যবধানে জয় তুলে নেয় দুর্বল প্রতিপক্ষের বিরুদ্ধে।
সিলেটে টস জিতে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ। তারা নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১২৯ রান সংগ্রহ করে। হাফ-সেঞ্চুরি করেন ওপেনার মুর্শিদা খাতুন ও ক্যাপ্টেন নিগার সুলতানা। মুর্শিদা ৫৪ বলে ৫৬ রান করেন। মারেন ৬টি চার। নিগার ৩৪ বলে ৫৩ রান করেন। তিনি ৬টি চার ও ১টি ছক্কা মারেন।
এছাড়া ফরজানা হক ১০, ঋতু মনি ২, ফহিমা খাতুন ৫ ও রুমনা আহমেদ ১ রান করেন। খাতা খুলতে পারেননি শামিমা সুলতানা। মালয়েশিয়ার হয়ে ১টি করে উইকেট নেন সাশা আজমি, মাহিরা ইসমাইল ও উইনিফ্রেড।
ভারত বনাম দক্ষিণ আফ্রিকা প্রথম ওয়ান ডে ম্যাচের লাইভ আপডেটে চোখ রাখতে ক্লিক করুন
পালটা ব্যাট করতে নেমে মালয়েশিয়া ১৮.৫ ওভারে ৪১ রানে অল-আউট হয়ে যায়। দু'অঙ্কের রানে পৌঁছতে পারেননি কেউ। দলের হয়ে সব থেকে বেশি ৯ রান করেন নূর আরিয়ানা ও এলসা হান্টার। খাতা খুলতে পারেননি ৫ জন ব্যাটার।
বাংলাদেশের হয়ে প্রথম টি-২০ ম্যাচে মাঠে নামা ফারিহা তৃষ্ণা ষষ্ঠ ওভারের দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ বলে (৫.২, ৫.৩ ও ৫.৪ ওভারে) যথাক্রমে উইনিফ্রেড, এলিসা ও মাহিরাকে ফিরিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন। মেয়েদের আন্তর্জাতিক টি-২০ ক্রিকেটে দ্বিতীয় বোলার হিসেবে অভিষেক ম্যাচে হ্যাটট্রিক করার কৃতিত্ব অর্জন করেন ফারিহা। নেপালের অঞ্জলি চাঁদ ২০১৯ সালে মলদ্বীপের বিরুদ্ধে নিজের প্রথম আন্তর্জাতিক টি-২০ ম্যাচে হ্যাটট্রিক করেছিলেন।
ফারিহা শেষমেশ ৪ ওভারে ১২ রানের বিনিময়ে ৩টি উইকেট দখল করেন। এছাড়া ফহিমা খাতুন, সঞ্জিদা মেঘলা ও রুমনা আহমেদ ২টি করে উইকেট নেন। ১টি উইকেট সংগ্রহ করেন সালমা খাতুন। ব্যাট হাতে দুর্দান্ত হাফ-সেঞ্চুরির সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটারের পুরস্কার জেতেন নিগার সুলতানা।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।