শুভব্রত মুখার্জি: নয়া দিল্লিতে অনুষ্ঠিত হচ্ছে মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ। আর সেই চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেল চার ভারতীয় বক্সার নিখাত জারিন এবং নিতু ঘাঙ্গাস, লভলিনা বরগোঁহাই, সুইটি বুরা। ভারতের চার বক্সার ফাইনালে ওঠায়, চারটি রুপো নিশ্চিত হয়ে গেল।
নিখাত জারিন হারিয়ে দিয়েছেন ২০১৬ রিও অলিম্পিক্সে ব্রোঞ্জ জয়ী তারকা বক্সারকে। ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে হারিয়ে দিয়েছেন তিনি। ফলে পরপর দু'বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছে গেলেন তিনি। অন্য দিকে নিতু ৪৮ কেজি বিভাগে উঠলেন তাঁর ক্যারিয়ারের প্রথম ফাইনালে। অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় বক্সার লভলিনা বরগোঁহাই হারিয়েছেন চিনের প্রতিপক্ষ লি কিয়ানকে। তিনিও প্রথম বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন। সুইটি হারিয়েছেন অস্ট্রেলিয়ার সু এমা গ্রিনট্রিকে।
আইবিএ আয়োজিত মহিলা বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের আসর বসেছে নয়া দিল্লিতে। যেখানে চার জন ভারতীয় বক্সার বিভিন্ন ওজন বিভাগে গিয়েছেন ফাইনালে। সব থেকে উল্লেখযোগ্য কৃতিত্ব মাত্র ২২ বছর বয়সেই ক্যারিয়ারে প্রথম বার ৪৮ কেজি বিভাগের ফাইনালে গিয়েছেন নিতু ঘাঙ্গাস। মহিলাদের লাইট ফ্লাইওয়েট বিভাগে (৪৮ কেজি) রিও অলিম্পিকের ব্রোঞ্জ জয়ী ইনগ্রিট ভ্যালেন্সিয়াকে হারিয়ে ফাইনালে গিয়েছেন নিখাত জারিন।
২০২২ সালে কমনওয়েলথ গেমসে সোনা জয়ের পাশাপাশি স্ট্রানজা বক্সিং মেমোরিয়ালেও সোনা জয়ী নিখাত এ দিন খুব সহজ জয়ে পৌঁছে গেলেন ফাইনালে। গতকাল রীতিমতো কষ্ট করে নিখাতকে জিততে হয়েছিল থাইল্যান্ডের ছুতামাথ রাক্সাতের বিরুদ্ধে। যিনি আবার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ব্রোঞ্জ পদক জয়ী বক্সারও বটে। তবে এ দিন ইনগ্রিটের বিরুদ্ধে প্রথম থেকেই আক্রমণাত্মক ছিলেন নিখাত। যার সুফল পান তিনি। ৫-০ ফলে ম্যাচ জেতেন। রবিবার ফাইনালে নিখাত জারিন খেলবেন ভিয়েতনামের গুয়েন থি তামের বিরুদ্ধে।
আরও পড়ুন: সাথিয়া তুনে কেয়া কিয়া- ভাইজানের সঙ্গে লিপ মেলালেন, নতুন ভূমিকায় নিখাত জারিন?- ভিডিয়ো
অন্যদিকে আলুয়া বালকিভেকোভাকে ‘স্প্লিট ডিসিশন’-এ (বিচারকদের মধ্যে পয়েন্ট নিয়ে মতামত ভিন্ন থাকলেও সংখ্যাগরিষ্ঠ জেতে) জয়ী হন নিতু ঘাঙ্গাস। নিতু গত বছর কমনওয়েলথ গেমসেও সোনা জিতেছিলেন। প্রথম রাউন্ডে ২-৩ ফলে হারেন তিনি। দ্বিতীয় রাউন্ডে শক্ত ভাবে ফিরে আসেন তিনি। আর এ দিন আলুয়ার বিরুদ্ধে প্রথম দুই রাউন্ডেই জিতে নিজের জয়ের পথ মসৃণ করেন তিনি। শনিবার ফাইনালে নিতু খেলবেন মঙ্গোলিয়ার প্রতিপক্ষ লুতসাইখান আলতানসেসেগের বিরুদ্ধে।
অন্যদিকে ৫-২ ব্যবধানে জিতেছেন অলিম্পিক্সে পদকজয়ী ভারতীয় বক্সার লভলিনা। লভলিনা হারিয়েছেন চিনের প্রতিপক্ষ লি কিয়ানকে। ফলে নিজের ক্যারিয়ারে প্রথম বার বিশ্ব চ্যাম্পিয়নশিপের ফাইনালে উঠলেন ভারতের হয়ে টোকিও অলিম্পিক্সে পদকজয়ী লভলিনা। উল্লেখ্য অলিম্পিক্সের মতন এর আগে দু’বার বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপ থেকে ব্রোঞ্জ নিয়ে সন্তুষ্ট থাকতে হয়েছিলেন লভলিনাকে। এ ছাড়াও আর এক ভারতীয় বক্সার সুইটি হারিয়েছেন অস্ট্রেলিয়ার সু এমা গ্রিনট্রিকে। তাঁকে অবশ্য যথেষ্ট লড়াই করতে হয়েছে এই ম্যাচ জিততে। প্রবল চাপের মুখে তাঁকে ফেলে দিয়েছিল প্রতিপক্ষ। সেখান থেকে ৪-৩ ফলে জেতেন ভারতীয় বক্সার সুইটি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।