বাংলাদেশের বিরুদ্ধে দাপুটে জয়ে চলতি আইসিসি মহিলা বিশ্বকাপের সেমিফাইনালের দৌড়ে বেশ কিছুটা এগিয়ে রইল ভারত। স্কোর বোর্ডে বড় রান তুলতে না পারলেও নেট রান-রেট বাড়িয়ে নিতে অসুবিধা হয়নি মিতালিদের। পয়েন্ট সংখ্যা সমান হলেও নেট রান-রেটের নিরিখেই ওয়েস্ট ইন্ডিজকে টপকে লিগ টেবিলের তৃতীয় স্থানে উঠে আসে ভারত।
অন্যদিকে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে অস্ট্রেলিয়া যথারীতি লিগ টেবিলের শীর্ষস্থান ধরে রাখে। দক্ষিণ আফ্রিকা হেরেও দ্বিতীয় স্থানে বহাল থাকে। ওয়েস্ট ইন্ডিজ চার নম্বরে নেমে যায়।
ইংল্যান্ড আপাতত ৫ নম্বরে রয়েছে। আয়োজক নিউজিল্যান্ড রয়েছে ছয় নম্বরে। লিগ টেবিলে বেহাল দশা বাংলাদেশ ও পাকিস্তানের। ভারতের কাছে হেরে বাংলাদেশ সাত নম্বরেই থেকে যায়। পাকিস্তান পড়ে থাকে একেবারে শেষে আট নম্বরে।
আইসিসি মহিলা বিশ্বকাপের পয়েন্ট টেবিল:-
১. অস্ট্রেলিয়া: ম্যাচ-৬, জয়-৬, হার-০, পয়েন্ট-১২ (নেট রান-রেট: +১.২৮৭)।
২. দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-৫, জয়-৪, হার-১, পয়েন্ট-৮ (নেট রান-রেট: +০.০৯২)।
৩. ভারত: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: +০.৭৬৮)।
৪. ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-৬, জয়-৩, হার-৩, পয়েন্ট-৬ (নেট রান-রেট: -০.৮৮৫)।
৫. ইংল্যান্ড: ম্যাচ-৫, জয়-২, হার-৩, পয়েন্ট-৪ (নেট রান-রেট: ০.৩২৭)।
৬. নিউজিল্যান্ড: ম্যাচ-৬, জয়-২, হার-৪, পয়েন্ট-৪ (নেট রান-রেট: -০.২২৯)।
৭. বাংলাদেশ: ম্যাচ-৫, জয়-১, হার-৪, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৭৫৪)।
৮. পাকিস্তান: ম্যাচ-৫, জয়-১, হার-৪, পয়েন্ট-২ (নেট রান-রেট: -০.৮৭৮)।
*বিশ্বকাপের ২২ নম্বর ম্যাচের (ভারত বনাম বাংলাদেশ) শেষে পয়েন্ট টেবিলের অবস্থান।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।