শুভব্রত মুখার্জি
মাত্র ৩১ বছর বয়সেই আন্তর্জাতিক ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার বেন স্টোকস। তাঁর এই 'অসময়ে' নেওয়া অবসরের সিদ্ধান্ত একাধিক প্রশ্ন তুলে দিয়েছে। বিশেষজ্ঞরা অনেকেই অতিরিক্ত ক্রিকেট খেলাকেই এর প্রধান কারণ হিসেবে দায়ী করেছেন। সেই তালিকায় এ বার যুক্ত হলেন প্রাক্তন অজি অধিনায়ক মার্ক টেলরের নাম। তাঁর স্পষ্ট বক্তব্য, ‘বেন স্টোকসের ঘটনা সামনে নিয়ে এসেছে ক্রিকেটের গভীরতম সমস্যাকে। একাধিক ক্রিকেটারের জন্য এই ঘটনা দেওয়াল লিখন স্পষ্ট করেছে।’
আরও পড়ুন: সৌরভ-শাস্ত্রীরা যা করেছিলেন সেটাই করলেন স্টোকস! বিদায়ী ম্যাচে গড়লেন লজ্জার নজির
ওয়াইড ওয়ার্ল্ড স্পোর্টসকে দেওয়া এক সাক্ষাৎকারে টেলর বলেন, ‘আমি মনে করি, বিপদ ঘন্টা বেজে গিয়েছে। অপ্রিয় সত্যি কথাটা হল, দীর্ঘ দিন ধরেই এই বিপদ ঘন্টা বাজছিল। এই মুহূর্তের সব থেকে বড় ইস্যু হল খেলাটা কোথায় দাঁড়িয়ে রয়েছে? তিনটি আন্তর্জাতিক ফর্ম্যাট, একাধিক ঘরোয়া টি-২০ লিগ,তার উপরে রয়েছে আইপিএল। যা আয়তনে বিশাল।’
আরও পড়ুন: নিজের শেষ ODI-এ নেতার মতো দলকে মাঠে নিয়ে এলেন, কেঁদে ভাসালেন বেন স্টোকস- ভিডিয়ো
তিনি আর ও যোগ করেন, ‘বেন স্টোকসের মতন ক্রিকেটারদের চাহিদা খুব বেশি। টি-২০ প্রতিযোগিতাতে ওরা খুব ভালো বেতন পায়। ফলে এ রকম একটা কিছু হতেই হত। দুর্ভাগ্যের বিষয় হল, দিনের শেষে আপনাকে যে কোনও একটা আন্তর্জাতিক ফর্ম্যাটকে বিদায় জানাতেই হবে।’
টেলর মনে করেন, ‘তিন ফর্ম্যাটের ক্রিকেটের কারণে একাধিক ক্রিকেটারের জন্য দেওয়াল লিখনটা স্পষ্ট হয়েছে। টি-২০-র যুগে এক সময়ে ক্রিকেটারদের চার-পাঁচ জন নিয়োগকর্তা থাকতে পারে। ফ্রিল্যান্স ক্রিকেটারদের জন্যও বাজার অনেক বড় হয়েছে। তবে এই ঘটনা (স্টোকসের অবসর) গভীরতম সমস্যাকে তুলে ধরেছে। আইপিএল, বিবিএলের মতন টুর্নামেন্টের সুযোগ সুবিধে ভোগ করছে বড় বড় দেশের ক্রিকেটাররা। আর ছোট ছোট দেশের ক্রিকেটাররা বঞ্চিত থেকে যাচ্ছে।’