বাংলা নিউজ > ময়দান > WTC Points Table: পাকিস্তানের আশা কার্যত শেষ, আরও কাঁটা মুক্ত হল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ

WTC Points Table: পাকিস্তানের আশা কার্যত শেষ, আরও কাঁটা মুক্ত হল ভারতের টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার পথ

করাচি টেস্টে হারের পরে বাবররা। ছবি- এপি।

ICC World Test Championship Points Table: ইংল্যান্ডের কাছে করাচি টেস্টে হেরে সাত নম্বরে নেমে গেলেন বাবর আজমরা। চোখ রাখুন পয়েন্ট টেবিলে।

ইংল্যান্ডের কাছে করাচি টেস্টে হারের পরে পাকিস্তানের বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার আশা কার্যত শেষ। খাতায়-কলমে নিতান্ত ক্ষীণ সম্ভাবনা রয়েছে বাবরদের। তবে চলতি ভারত-বাংলাদেশ ও অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা সিরিজের ফলাফলের নিরিখে খুব তাড়াতাড়িই সরকারিভাবে দৌড় থেকে ছিটকে যেতে পারে পাকিস্তান।

অথচ ব্রিটিশদের বিরুদ্ধে সিরিজ শুরুর আগে বাবর আজমরা টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে যাওয়ার অন্যতম দাবিদার ছিলেন। তিনটি টেস্টের মধ্যে অন্তত ২টি জিতলে ভালোমতোই দৌড়ে থাকতেন তাঁরা। তবে তিন টেস্টের সিরিজে হোয়াইটওয়াশ হয়ে হিসাবটায় গোলমাল করে ফেলে পাকিস্তান।

অন্যদিকে পাকিস্তানের বিরুদ্ধে করাচির জয় দিয়ে ইংল্যান্ড এবারের মতো টেস্ট চ্যাম্পিনশিপ অভিযান শেষ করে। তাদের ফাইনালে যাওয়ার কোনও সম্ভাবনা নেই। সেদিক থেকে নিজেরা বিদায় নেওয়ার সঙ্গে সঙ্গে পাকিস্তানকেও ছিকটে দিয়ে যান বেন স্টোকসরা, এমনটা বলা মোটেও ভুল হবে না।

আরও পড়ুন:- PAK vs ENG: করাচি টেস্টেও লজ্জার হার পাকিস্তানের, ঘরের মাঠে ব্রিটিশদের কাছে চুনকাম হলেন বাবররা

পাকিস্তান পিছিয়ে পড়ায় সুবিধা হয় ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কার। অস্ট্রেলিয়া বাকিদের থেকে অনেকটা ব্যবধান বজায় রেখে টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের শীর্ষ রয়েছে। তাদের ফাইনালে যাওয়ার সম্ভাবনা প্রবল। দ্বিতীয় দল হিসেবে ফাইনালে ওঠার দাবিদার ভারত, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলঙ্কা। আপাতত ভারত রয়েছে লিগ টেবিলের দ্বিতীয় স্থানে। দক্ষিণ আফ্রিকা অবস্থান করছে তিন নম্বরে। চারে রয়েছে শ্রীলঙ্কা। ইংল্যান্ড থেকে যায় পাঁচ নম্বরেই। পাকিস্তান সাত নম্বরে নেমে যাওয়ায় লিগ তালিকার ছয় নম্বরে উঠে আসে ওয়েস্ট ইন্ডিজ।

আরও পড়ুন:- Ranji Trophy: যুব বিশ্বকাপ জয়ের দীর্ঘ ১০ বছর পরে রঞ্জি অভিষেক বাংলার রবিকান্তের

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের আপডেটেড পয়েন্ট টেবল:-

১) অস্ট্রেলিয়া: ম্যাচ-১৩, জয়-৯, হার-১, ড্র-৩, পয়েন্ট-১২০, পয়েন্টের শতকরা হার- ৭৬.৯২।

২) ভারত: ম্যাচ-১৩, জয়-৭, হার-৪, ড্র-২, পয়েন্ট-৮৭, পয়েন্টের শতকরা হার- ৫৫.৭৭।

৩) দক্ষিণ আফ্রিকা: ম্যাচ-১১, জয়-৬, হার-৫, ড্র-০, পয়েন্ট-৭২, পয়েন্টের শতকরা হার- ৫৪.৫৫।

৪) শ্রীলঙ্কা: ম্যাচ-১০, জয়-৫, হার-৪, ড্র-১, পয়েন্ট-৬৪, পয়েন্টের শতকরা হার- ৫৩.৩৩।

৫) ইংল্যান্ড: ম্যাচ-২২, জয়-১০, হার-৮, ড্র-৪, পয়েন্ট-১২৪, পয়েন্টের শতকরা হার- ৪৬.৯৭।

৬) ওয়েস্ট ইন্ডিজ: ম্যাচ-১১, জয়-৪, হার-৫, ড্র-২, পয়েন্ট-৫৪, পয়েন্টের শতকরা হার- ৪০.৯১।

৭) পাকিস্তান: ম্যাচ-১২, জয়-৪, হার-৬, ড্র-২, পয়েন্ট-৫৬, পয়েন্টের শতকরা হার- ৩৮.৮৯।

৮) নিউজিল্যান্ড: ম্যাচ-৯, জয়-২, হার-৬, ড্র-১, পয়েন্ট-২৮, পয়েন্টের শতকরা হার- ২৫.৯৩।

৯) বাংলাদেশ: ম্যাচ-১১, জয়-১, হার-৯, ড্র-১, পয়েন্ট-১৬, পয়েন্টের শতকরা হার- ১২.১২।

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

ভোটের পরেও নিজ জেলায় ফেরানো হয়নি পুলিশ কর্মীদের, ভবানী ভবনে ভিড় পরিবারের দেহের সামনে মাথা ঝুঁকিয়ে শ্রদ্ধা চিকিৎসকদের, সত্যিই কি তিনি সীতারাম ইয়েচুরি? ধরনায় ইতি টেনে স্বাস্থ্য়ভবন থেকে CGO কমপ্লেক্স পর্যন্ত জুনিয়র চিকিৎসকদের মিছিল নয়ডায় বিমানকর্মী খুনে পুলিশের জালে ‘লেডি ডন’, মাথার দাম ঘোষণা ছিল ২৫,০০০ RG Kar- কাণ্ডে প্রতিবাদ অব্যাহত! মশাল নিয়ে রাজপথে নাগরিক সমাজ নমাজ সবে শুরু হবে, আচমকাই মারপিট ঢাকার জাতীয় মসজিদে, সামলাতে নামল সেনা 'হাতেগোনা কয়েকটা লোকই আছে যাদের নাম মিটুতে আসবে না…', আবিরকে ক্লিনচিট ঋতাভরীর বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে শুরু যান চলাচল!'এক পা এগিয়ে, চার পা পিছোন মমতা'-শুভেন্দু ‘ক্যানসারের চিকিৎসা রোগটার থেকেও…', মৃত্যর সঙ্গে প্রতি মুহূর্তে লড়াই, অকপট কিরণ টেস্টে কিন্তু আমি এত বাউন্স করি না- ৪ উইকেট নিয়ে কী বললেন জসপ্রীত বুমরাহ?

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.