নিজেদের ডেয়ার ব্রিটিশদের হাতে বিধ্বস্ত হল পাকিস্তান। ঘরের মাঠে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্গত তিন ম্যাচের সিরিজে ইংল্যান্ডের কাছে হোয়াইটওয়াশ হলেন বাবর আজমরা। রাওয়ালপিন্ডি ও মুলতানে প্রথম ২টি টেস্ট ম্যাচ হেরে সিরিজ আগেই খুইয়ে বসেছিল পাকিস্তান। এবার করাচির তৃতীয় টেস্টে ৮ উইকেটে হার মানে তারা।
শুরুতে ব্যাট করে পাকিস্তান তাদের প্রথম ইনিংসে অল-আউট হয় ৩০৪ রানে। বাবর আজম ৭৮, আঘা সলমন ৫৬ ও আজহার আলি ৪৫ রান করেন। জ্যাক লিচ ৪টি ও রেহান আহমেদ ২টি উইকেট নেন।
জবাবে ব্যাট করতে নেমে ইংল্যান্ড তাদের প্রথম ইনিংসে ৩৫৪ রান তুলে অল-আউট হয়ে যায়। হ্যারি ব্রুক ১১১, বেন ফোকস ৬৪ ও ওলি পোপ ৫১ রান করেন। আব্রার আহমেদ ও নউমান আলি ৪টি করে উইকেট নেন।
প্রথম ইনিংসের নিরিখে ৫০ রানে পিছিয়ে থেকে পাকিস্তান দ্বিতীয় দফায় ব্যাট করতে নামে। দ্বিতীয় ইনিংসে তারা অল-আউট হয়ে যায় ২১৬ রানে। সুতরাং ইংল্যান্ডের সামনে জয়ের জন্য লক্ষ্যমাত্রা দাঁড়ায় ১৬৭ রানের। বাবর আজম দ্বিতীয় ইনিংসেও হাফ-সেঞ্চুরি করেন। তিনি ৫৪ রান করে আউট হন। এছাড়া সউদ শাকিল ৫৩ রান করে সাজঘরে ফেরেন। অভিষেককারী রেহান আহমেদ ৫টি ও জ্যাক লিচ ৩টি উইকেট নেন।
আরও পড়ুন:- Ranji Trophy: যুব বিশ্বকাপ জয়ের দীর্ঘ ১০ বছর পরে রঞ্জি অভিষেক বাংলার রবিকান্তের
ইংল্যান্ড শেষ ইনিংসে ঝড়ের গতিতে রান তুলে চতুর্থ দিনের প্রথম সেশনেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায়। তারা ২৮.১ ওভারে ২ উইকেটের বিনিময়ে ১৭০ রান তুলে ম্যাচ জিতে যায় এবং সেই সঙ্গে পাকিস্তানকে ৩ টেস্টের সিরিজে ৩-০ ব্যবধানে চুনকাম করে। বেন ডাকেট ৮২ রান করে অপরাজিত থাকেন। ৪১ রান করেন জ্যাক ক্রাউলি। রেহান আহমেদ ১০ রান করে সাজঘরে ফেরেন। বেন স্টোকস নট-আউট থাকেন ব্যক্তিগত ৩৫ রানে। ২টি উইকেট নেন আব্রার আহমেদ।
প্রথম ইনিংসে দুর্দান্ত শতরানের সুবাদে ম্যাচের সেরা ক্রিকেটার নির্বাচিত হন হ্যারি ব্রুক। তিন টেস্টের ৫টি ইনিংসে ৩টি শতরান ও ১টি অর্ধশতরান-সহ ৪৬৮ রান সংগ্রহ করে সিরিজের সেরা ক্রিকেটারের পুরস্কারও জেতেন হ্যারি।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।