সাউদাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলেছে। একনজরে দেখে নেওয়া যায় ২০১৯ থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সব পরিসংখ্যান।
১. সর্বোচ্চ দলগত ইনিংস- ৬৫৯/৬ ডিক্লেয়ার (নিউজিল্যান্ড)।
২. সর্বনিম্ন দলগত ইনিংস- ৩৬ (ভারত)।
৩. সবথেকে বেশি রান- মার্নাস ল্যাবুশান (১৬৭৫)।
৪. সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- ডেভিড ওয়ার্নার (অপরাজিত ৩৩৫)।
৫. সবথেকে বেশি সেঞ্চুরি- মার্নাস ল্যাবুশান (৫টি)।
৬. সবথেকে বেশি ৫০-এর বেশি রান- মার্নাস ল্যাবুশান (১৪ বার)।
৭. সবথেক বেশি হাফসেঞ্চুরি- মার্নাস ল্যাবুশান ও চেতেশ্বর পূজারা (৯টি)।
৮. সবথেকে বেশি ছক্কা- বেন স্টোকস (৩১টি)।
৯. এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা- বেন স্টোকস ও মায়াঙ্ক আগরওয়াল (৮টি)।
১০. সবথেকে বেশি শূন্য- জসপ্রীত বুমরাহ (৬ বার)।
১১. সবথেকে বেশি উইকেট- রবিচন্দ্রন অশ্বিন (৭১টি)।
১২. ইনিংসে সেরা বোলিং- লসিথ এম্বুলদেনিয়া (১৩৭/৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৪৫/৭)।
১৩. ম্যাচে সেরা বোলিং- অক্ষর প্যাটেল (৭০/১১), কাইল জেমিসন (১১৭/১১) ও প্রবীণ জয়াবিক্রমে (১৭৮/১১)।
১৪. সবথেকে বেশি ইনিংসে ৫ উইকেট- কাইল জেমিসন (৫ বার)।
১৫. উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি শিকার- টিম পেইন (৬৫টি)।
১৬. সবথেকে বেশি ক্যাচ- জো রুট (৩৪টি)।
১৭. সবথেকে বেশি ম্যাচ খেলেছেন- জো রুট (২০টি)।
১৮. সবথেকে বেশি ম্যাচে আম্পায়ারিং করেছেন- রিচার্ড ইনিংসওর্থ (১২টি)