বাংলা নিউজ > ময়দান > সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট, সেঞ্চুরি থেকে ক্যাচ, দেখুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যাবতীয় পরিসংখ্যান

সর্বোচ্চ রান থেকে সর্বাধিক উইকেট, সেঞ্চুরি থেকে ক্যাচ, দেখুন টেস্ট চ্যাম্পিয়নশিপের যাবতীয় পরিসংখ্যান

ট্রফি হাতে চার কিউয়ি পেসার। ছবি- আইসিসি।

সবথেক বেশি শূন্য করেছেন কে? সবথেকে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড রয়েছে কার দখলে?

সাউদাম্পটনের ফাইনালে ভারতকে ৮ উইকেটে পরাজিত করে নিউজিল্যান্ড উদ্বোধনী বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের খেতাব ঘরে তুলেছে। একনজরে দেখে নেওয়া যায় ২০১৯ থেকে শুরু হওয়া টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ সব পরিসংখ্যান।

১. সর্বোচ্চ দলগত ইনিংস- ৬৫৯/৬ ডিক্লেয়ার (নিউজিল্যান্ড)।

২. সর্বনিম্ন দলগত ইনিংস- ৩৬ (ভারত)।

৩. সবথেকে বেশি রান- মার্নাস ল্যাবুশান (১৬৭৫)।

৪. সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস- ডেভিড ওয়ার্নার (অপরাজিত ৩৩৫)।

৫. সবথেকে বেশি সেঞ্চুরি- মার্নাস ল্যাবুশান (৫টি)।

৬. সবথেকে বেশি ৫০-এর বেশি রান-  মার্নাস ল্যাবুশান (১৪ বার)।

৭. সবথেক বেশি হাফসেঞ্চুরি- মার্নাস ল্যাবুশান ও চেতেশ্বর পূজারা (৯টি)।

৮. সবথেকে বেশি ছক্কা- বেন স্টোকস (৩১টি)।

৯. এক ইনিংসে সবথেকে বেশি ছক্কা- বেন স্টোকস ও মায়াঙ্ক আগরওয়াল (৮টি)।

১০. সবথেকে বেশি শূন্য- জসপ্রীত বুমরাহ (৬ বার)।

১১. সবথেকে বেশি উইকেট- রবিচন্দ্রন অশ্বিন (৭১টি)।

১২. ইনিংসে সেরা বোলিং- লসিথ এম্বুলদেনিয়া (১৩৭/৭) ও রবিচন্দ্রন অশ্বিন (১৪৫/৭)।

১৩. ম্যাচে সেরা বোলিং- অক্ষর প্যাটেল (৭০/১১), কাইল জেমিসন (১১৭/১১) ও প্রবীণ জয়াবিক্রমে (১৭৮/১১)।

১৪. সবথেকে বেশি ইনিংসে ৫ উইকেট- কাইল জেমিসন (৫ বার)।

১৫. উইকেটকিপার হিসেবে সবথেকে বেশি শিকার- টিম পেইন (৬৫টি)।

১৬. সবথেকে বেশি ক্যাচ- জো রুট (৩৪টি)।

১৭. সবথেকে বেশি ম্যাচ খেলেছেন- জো রুট (২০টি)।

১৮. সবথেকে বেশি ম্যাচে আম্পায়ারিং করেছেন- রিচার্ড ইনিংসওর্থ (১২টি)

বন্ধ করুন