টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরির দিনটা ভালো কাটল না আয়ান আফজল খানের। আউট হয়ে ড্রেসিংরুমে ফেরার সময় ধড়াম করে পড়ে গেলেন সংযুক্ত আরব আমিরশাহির তরুণ ক্রিকেটার। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে।
রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে নেদারল্যান্ডসের বিরুদ্ধে একেবারেই দাঁড়াতে পারেনি সংযুক্ত আরব আমিরশাহির ব্যাটিং লাইন-আপ। নির্ধারিত ২০ ওভারে আট উইকেটে মাত্র ১১১ রান তোলেন চিরাগ সুরিরা। তবে সংযুক্ত আরব আমিরশাহির সেই বিপর্যয় ছাপিয়ে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায় আট নম্বরে নামা আয়ানের (Aayan Afzal Khan) পড়ে যাওয়ার ভিডিয়ো।
কীভাবে পড়ে যান আয়ান?
১৯.৫ ওভারে আউট হয়ে যান আয়ান। তারপর হেঁটে-হেঁটে ড্রেসিংরুমে ফিরছিলেন। সেই দৃশ্য টিভিতে দেখাচ্ছিল। কিন্তু বাউন্ডারির ধারে এসে দৌড়ানোর মতো চেষ্টা করেন। তাড়াহুড়োয় বাউন্ডারিতে হোঁচট পান আয়ান। হোঁচট খেয়ে নিজেকে সামলাতে পারেননি সংযুক্ত আরব আমিরশাহির খেলোয়াড়। ব্যাট হাতে নিয়ে একেবারে মুখ থুবড়ে পড়ে যান। তারপর নিজেকে সামলে উঠে পড়েন এবং ড্রেসিংরুমের দিকে হাঁটা দেন আয়ান।
টি-টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস তৈরি আয়ানের
রবিবার মাঠে নেমেই ইতিহাস তৈরি করেছেন সংযুক্ত আরব আমিরশাহির খেলোয়াড় আয়ান। কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে নেমেছেন তিনি। আপাতত তাঁর বয়স ১৬ বছর ৩৩৫ দিন। এতদিন কনিষ্ঠতম খেলোয়াড় হিসেবে পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে নামার নজির ছিল পাকিস্তানের মহম্মদ আমিরের (২০০৯ সালের বিশ্বকাপে, বয়স ছিল ১৭ বছর ৫৫ দিন)। অর্থাৎ এই প্রথম ১৭ বছরের নীচে কোনও ক্রিকেটার পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলছেন।
পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপে কনিষ্ঠতম খেলোয়াড়দের তালিকা
১) আয়ান আফজল খান (সংযুক্ত আরব আমিরশাহি, ২০২২ সালের বিশ্বকাপ): ১৬ বছর ৩৩৫ দিন।
২) মহম্মদ আমির (পাকিস্তান, ২০০৯ সালের বিশ্বকাপ): ১৭ বছর ৫৫ দিন।
৩) রশিদ খান (আফগানিস্তান, ২০১৬ সালের বিশ্বকাপ): ১৭ বছর ১৭০ দিন।
৪) শাহজাদ আহমেদ (পাকিস্তান, ২০০৯ সালের বিশ্বকাপ): ১৭ বছর ১৮৬ দিন।
৫) জর্জ ডকরেল (আয়ারল্যান্ড, ২০১০ সালের বিশ্বকাপ): ১৭ বছর ২৮২ দিন।
আয়ানের পারফরম্যান্স
আট নম্বরে নেমে সাত বলে পাঁচ রান করেন আয়ান। পরে বল হাতে একটি উইকেট পান। তিন ওভারে ১৫ রান দিয়ে একটি উইকেট পান পুরুষদের টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে কনিষ্ঠতম খেলোয়াড়।
রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।