অনেক সময়ই বিশ্বের নামজাদা তারকাদের নিজেদের খেলার বাইরে গল্ফ খেলে নিজেদের অবসর কাটাতে দেখা যায়। এবার অবসরে এক প্রতিযোগিতামূলক গল্ফ টুর্নামেন্টই খেলে ফেললেন যুবরাজ সিং, এবি ডি'ভিলিয়র্স, হ্যারি কেন, মাইকেল ফেল্পস, অ্যাশলে বার্টিরা।
গল্ফের রাইডার কাপের অনুকরণে আইকন সিরিজ নামক এক গল্ফ টুর্নামেন্ট খেলতে মার্কিন মুলুকে পারি দিয়েছিলেন একঝাঁক তারকা। নিউ ইয়র্কের লিবার্ট ন্যাশনালে দুই দিন ব্যাপী এই গল্ফ টুর্নামেন্ট একেবারে রাইডার কাপের অনুকরণেই খেলা হয়। সেখানে একদিকে টিম যুক্তরাষ্ট্রের হয়ে নেমেছিলেন ক্সিং চ্যাম্পিয়ন অস্কার ডেলা হওয়া, মাইকেল ফেল্পসরা। অপরদিকে, অবশিষ্ট বিশ্বের হয়ে যুবরাজ, অ্যাশলে বার্টি, ব্রায়ান লারা, রিকি পন্টিংয়ের মতো বিভিন্ন খেলার তারকারা অংশ নিয়েছিলেন।
এই প্রথমবার অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্ট আগামীদিনে বিশ্বের বিভিন্ন দেশে একগুচ্ছ তারকাদের নিয়ে হওয়ার কথা। আর প্রথমবার টুর্নামেন্টের এহেন সাফল্য কিন্তু আগামীদিনের পথকে সুগম করতে কাজে লাগবে। টুর্নামেন্টে অবশ্য যুবরাজদের অবশিষ্ট বিশ্বের দল পরাজিত হয়। এবার মোট ২৪ জন আইকনকে এই আইকনস সিরিজে অংশ নিতে দেখা গিয়েছে।