বাংলা নিউজ > ময়দান > বিতর্ক অযথা বাড়তে দিলেন না, অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন যুবরাজ

বিতর্ক অযথা বাড়তে দিলেন না, অনিচ্ছাকৃত মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে নিলেন যুবরাজ

যুজবেন্দ্র চাহাল ও যুবরাজ সিং। ছবি- ইনস্টাগ্রাম।

চাহালকে নিয়ে জাতীবাদী মন্তব্যের অভিযোগে পুলিশে অভিযোগ দায়ের হয় যুবির বিরুদ্ধে।

জাতীবাদী মন্তব্যের জেরে পুলিশে অভিযোগ দায়ের হয়েছে যুবরাজ সিংয়ের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় যুবির ক্ষমা চাওয়ার দাবিতে শুরু হয়েছে ক্যাম্পেন। আপলকা মন্তব্যের জেরে জলঘোলা হচ্ছে দেখে বিতর্ক অযথা বাড়তে দিলেন না যুবরাজ। অনভিপ্রেত ঘটনার জন্য সোশ্যাল মিডিয়ায় ক্ষমা চেয়ে নিলেন টিম ইন্ডিয়ার প্রাক্তন অল-রাউন্ডার।

রোহিত শর্মার সঙ্গে ইনস্টাগ্রাম লাইভে কথা বলার সময় যুবরাজ সিং সোস্যাল মিডিয়ায় যুজবেন্দ্র চাহালের অদ্ভূত সব কাণ্ড নিয়ে আপলকা মন্তব্য করে বসেন। ভিডিওটি ভাইরাল হওয়ার পরেই যুবরাজের বিরুদ্ধে বর্ণবাদী মন্তব্যের অভিষোগ উঠতে শুরু করে।

হরিয়ানার হিসারে হানসি থানায় যুবরাজের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন আইনজীবী তথা দলিত অধিকার রক্ষার দাবিতে দীর্ঘদিন কাজ করা রজত কালসান। তিনি যুবরাজের বিরুদ্ধে এফআইআর দায়ের করার দাবিও তোলেন।

এর পরেই টুইটারে ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেন যুবি। তিনি একটি বিজ্ঞপ্তিতে লেখেন, 'একটা বিষয় স্পষ্ট করে দিতে চাই যে, আমি কখনই কোনও রকম বৈষম্যে বিশ্বাসী নই। তা সে জাতী, বর্ণ, ধর্মবিশ্বাস বা লিঙ্গ যে কোনও রকম ভেদাভেদই হোক না কেন। আমি মানব কল্যাণে নিয়োজিত থেকেছি এবং থাকব। আমি সর্বদা জীবনকে মর্যাদা দিয়ে এসেছি এবং কোনও রকম নির্বিশেষে সকলকে সম্মান দেওয়ায় বিশ্বাসী।'

যুবরাজ আরও লেখেন, 'আমি বুঝতে পারছি বন্ধুর সঙ্গে আলোচনার সময় আমাকে ভুল বোঝা হয়েছে। এটা একেবারেই অনভিপ্রেত। যাই হোক, একজন দায়িত্বশীল নাগরিক হিসেবে আমি জানাতে চাইছি যে, যদি অনিচ্ছাকৃতভাবে কারও ভাবাবেগে আঘাত করে থাকি, তার জন্য আমি ক্ষমাপ্রার্থী। ভারতবর্ষ ও তার মানুষের জন্য আমার ভালোবাসা অনন্ত।'

রোহিতদের প্রস্তুতির রোজনামচা, পাল্লা ভারি কোন দলের, ক্রিকেট বিশ্বকাপের বিস্তারিত কভারেজ, সঙ্গে প্রতিটি ম্যাচের লাইভ স্কোরকার্ড । দুই প্রধানের টাটকা খবর, ছেত্রীরা কী করল, মেসি থেকে মোরিনহো, ফুটবলের সব আপডেট পড়ুন এখানে।

ময়দান খবর

Latest News

পিতৃপক্ষের সময় ভুল করেও করবেন না এই কাজগুলি, হতে পারে ভাগ্যনাশ বিদ্যুৎ নিয়ে আরও জলঘোলা! আদানির সঙ্গে চুক্তির শর্ত খতিয়ে দেখবে বাংলাদেশ সরকার আরজি কর প্রতিবাদের মাঝে CJI চন্দ্রচূড়ের নামে দেওয়াল লিখন স্বাস্থ্য ভবনের কাছে! আর্থিক জটিলতা মেটাতে PSG ও এমবাপের বৈঠকের ডাক! প্রস্তাব প্রত্যাখান করলেন কিলিয়ান জিমের মধ্যে পা দিয়ে খোঁচানো, লোককে জ্বালাতন! নিজের আসল রূপ দেখালেন রোহিত সন্দীপ ঘোষের সেলকে ঘিরে বসল সিসিটিভি ক্যামেরা, মোতায়েন করা হয়েছে কারারক্ষীকে ছেলেরা প্রস্তুত, তবে আত্মতুষ্ট নয়, CFL-এ সুপার সিক্সের আগে সতর্ক ইস্টবেঙ্গল কোচ 'জলভাত কেস', আরজি কর কাণ্ডে ফরেন্সিক দলে ছিল ২ সিভিক ভলান্টিয়ার! 'সন্দীপের বিরুদ্ধে মুখ খোলায় ফেল করিয়ে দেওয়া হত টপারদেরও, ডিগ্রিও দেওয়া হত না' নয়েজ থেকে সেরা TWS ইয়ারবাডগুলি 1000 টাকার নিচে কিনতে হবে

Copyright © 2024 HT Digital Streams Limited. All RightsReserved.