বাংলা নিউজ > টেকটক > Maruti Suzuki-র ৪০ বছর! প্রথম গাড়িটির নাম বলতে পারবেন?

Maruti Suzuki-র ৪০ বছর! প্রথম গাড়িটির নাম বলতে পারবেন?

মারুতি সুজুকি সম্প্রতি ভারতে ৪০ বছরে পা দিয়েছে। ২৪ ফেব্রুয়ারি ১৯৮১-তে মারুতি উদ্যোগ এবং জাপানের সুজুকির সমন্বয়ে এই পথ চলা শুরু। ১৯৮৩ সালে Maruti 800 গাড়ি দিয়ে এক লাফে বাজার দখল করে নেয় মারুতি।