বাংলা নিউজ > টেকটক > শীঘ্রই নয়া রূপে আসছে সবার প্রিয় Maruti Suzuki Swift!

শীঘ্রই নয়া রূপে আসছে সবার প্রিয় Maruti Suzuki Swift!

ফাইল ছবি: মারুতি সুজুকি (Maruti Suzuki)

ইতিমধ্যেই এই আপডেটের বিষয়ে কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সুইফট স্পোর্টসকে ADAS ফিচারের টেস্টিং করতে দেখা গিয়েছে। বর্তমানে মাহিন্দ্রা, টয়োটা, এমজি, হুন্ডাই-এর দামি মডেলে এই ADAS ফিচার রয়েছে।

নতুন রূপে ফিরতে চলেছে মারুতি সুজুকি। নয়া রিপোর্ট অনুযায়ী, আগামী বছর ভারতে নেক্সট জেনারেশনের সুফট লঞ্চ হতে পারে। এটি এখনকার মডেলের চেয়েও আরও বেশি আকর্ষণীয় দেখতে হবে। শুধু তাই নয়। আরও ভাল, শক্তিশালী ইঞ্জিন দেওয়া হবে নতুন মডেলে। এর পাশাপাশি হাইব্রিড প্রযুক্তির প্রয়োগও করা হবে।

ইতিমধ্যেই এই আপডেটের বিষয়ে কাজ অনেক দূর এগিয়ে গিয়েছে। সুইফট স্পোর্টসকে ADAS ফিচারের টেস্টিং করতে দেখা গিয়েছে। বর্তমানে মাহিন্দ্রা, টয়োটা, এমজি, হুন্ডাই-এর দামি মডেলে এই ADAS ফিচার রয়েছে। আরও পড়ুন: বছরে আরও ১০ লক্ষ বেশি গাড়ি তৈরি করার টার্গেট Maruti Suzuki-র

নয়া সুইফটের স্পেস এবং ফিচার্স

রিপোর্ট অনুযায়ী, নয়া সুইফট মারুতির HEARTECT প্ল্যাটফর্মের নতুন ভার্সানের উপর ভিত্তি করে তৈরি করা হবে। আন্তর্জাতিক বাজারে সুজুকি এই গাড়িতে একটি ১.৪ লিটার টার্বো পেট্রোল অপশন, অথবা হাইব্রিড পাওয়ার ট্রেন প্রযুক্তি দিতে পারে বলে মনে করা হচ্ছে।

তবে ভারতে লঞ্চ করা নতুন Swift থার্ড জেনারেশনে ১.২ লিটার K12 ফোর-সিলিন্ডার ইঞ্জিন থাকবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে ডুয়াল জেট এবং ডুয়াল ভিভিটি প্রযুক্তিও থাকবে। এই ইঞ্জিনে ৮৯ bhp পাওয়ার এবং ১১৩ Nm টর্ক রয়েছে।

নতুন Swift-এ 360 ডিগ্রি ক্যামেরা সহ একটি ৯ ইঞ্চি স্মার্ট প্লে প্রো প্লাস টাচস্ক্রিন ইনফোটেইনমেন্ট সিস্টেম থাকবে বলে মনে করা হচ্ছে।

গান শোনার জন্য ARKAMYS-এর সারাউন্ড সাউন্ড সিস্টেম থাকবে বলে মনে করা হচ্ছে। সেই সঙ্গে এসি ভেন্টগুলিও নতুন করে সাজানো হবে বলে মনে করা হচ্ছে।

সুরক্ষার জন্য এতে ৬টি এয়ারব্যাগ থাকতে পারে। এছাড়া ক্রুজ কনট্রোল, সেফটি বেল্ট রিমাইন্ডার, স্পিড অ্যালার্ট, রিভার্স ক্যামেরা, রিভার্স পার্কিং সেন্সরের মতো নিরাপত্তা ফিচার্সও থাকবে এই গাড়িতে।

থাকছে ADAS ফিচারও

ADAS মানে হল অ্যাডভান্সড ড্রাইভিং অ্যাসিস্ট্যান্ট সিস্টেম। এতে বেশ কিছু নয়া প্রযুক্তি ফিচার্স রয়েছে। সেই কারণে গাড়ি আরও বেশি নিরাপদ হবে বলে মনে করা হচ্ছে। ADAS-এর মাধ্যমে গাড়ি রাস্তায় তলার সময়ে সামনে থেকে আসা কোনও বস্তু বা ব্যকি আগে থেকে শনাক্ত করে ফেলা যাবে। সঙ্গে সঙ্গে চালককে সতর্ক করে দেয় এই সিস্টেম। এই ফিচারের কারণে দুর্ঘটনা এড়ানো যায়।

এই অ্যালার্ট এবং স্বয়ংক্রিয় সিস্টেমের মাধ্যমে যে কোনও সম্ভাব্য বিপদ এড়ানোর সুযোগ মিলবে। আরও পড়ুন: WagonR: দেশের সেরা! ৩০ লক্ষ বিক্রির মাইলফলক পেরিয়ে গেল Maruti Suzuki-র এই গাড়ি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup

 

বন্ধ করুন