উবার সম্প্রতি ২০২২ সালের একটি সামগ্রিক রিপোর্ট প্রকাশ করে। লিঙ্কডইন বলা হয়, চলতি বছরে ভারতে সব মিলিয়ে মোট উবার রাইডের দৈর্ঘ্য ৪.৫ বিলিয়ন কিলোমিটার। এটি পৃথিবী থেকে আমাদের সৌরজগতের শেষ গ্রহ নেপচুন পর্যন্ত দৈর্ঘ্যের সমান। এরপরেই এই নিয়ে কটাক্ষ করেন অশনীর গ্রোভার।
1/5শার্ক ট্যাঙ্কের ভিতরে হোক বা বাইরে। অশনীর গ্রোভার বরাবরই ঠোঁটকাটা। আর এবার তাঁর বিদ্রুপের মুখে পড়ল Uber । কীভাবে? ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5উবার সম্প্রতি ২০২২ সালের একটি সামগ্রিক রিপোর্ট প্রকাশ করে। লিঙ্কডইন বলা হয়, চলতি বছরে ভারতে সব মিলিয়ে মোট উবার রাইডের দৈর্ঘ্য ৪.৫ বিলিয়ন কিলোমিটার। এটি পৃথিবী থেকে আমাদের সৌরজগতের শেষ গ্রহ নেপচুন পর্যন্ত দৈর্ঘ্যের সমান। ফাইল ছবি: এপি (Twitter)
3/5এরপরেই এই নিয়ে কটাক্ষ করেন অশনীর গ্রোভার। তিনি একটি মজার পোল বানিয়ে বলেন, 'উবার বলছে তারা নাকি ভারতে আকাশগঙ্গার সম পরিমাণ পথ পাড়ি দিয়েছে। তাহলে মঙ্গলে যেতে আপনি কোনটা বেছে নেবেন?' অপশনের মধ্যে রাখেন- ১. ইলন মাস্কের স্পেসএক্স, ২. উবার দাদা, যদি না ক্যানসেল করে দেন, ৩. কেউ এয়ারপোর্ট-টুকু পৌঁছে দিন অন্তত। ছবি: টুইটার (Twitter)
4/5এর আগে যদিও অশনীর আরও সমালোচনামূলক একটি মন্তব্য করেছিলেন। তিনি বলেছিলেন, 'লোকে কি উবার ধরে চাঁদে যাবেন? গ্রাহকরা যে সমস্যাগুলির মধ্যে পড়ছেন, যেভাবে ক্যাব বুকিং ক্যানসেল হচ্ছে এবং খারাপ অভিজ্ঞতা হচ্ছে- সেই সমস্যাগুলির আগে সমাধান করুন।' ফাইল ছবি: টুইটার (Twitter)
5/5পেমেন্ট অ্যাপ ভারতপে-র প্রাক্তন সহ-প্রতিষ্ঠাতা অশনীর গ্রোভার। রিয়েলিটি শো শার্ক ট্যাঙ্কে ঠোঁটকাটা স্বভাব ও ব্যবসায়িক মনোভাবের জন্য তিনি তুমুল জনপ্রিয়তা লাভ করেন। এরপর তিনি TVF পিচার্স নামে অপর এক শো-তেও অংশ নিয়েছেন। ফাইল ছবি: ইনস্টাগ্রাম (Twitter)