বিলাসবহুল মার্সিডিজে ছিলেন ঋষভ পন্ত। তা-ও কোনও যে-সে মডেল নয়। মার্সিডিজ AMG GLE 43 4MATIC ক্যুপ। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ সংঘর্ষের মধ্যেও গাড়ির মূল ফ্রেমটি অক্ষত ছিল। সেটি দুমড়ে যায়নি। সেই কারণে সময় মতো বেরিয়ে আসতে পেরেছেন ক্রিকেট তারকা।
1/5শুক্রবার দিল্লি-দেরাদুন হাইওয়েতে একটি ডিভাইডারের সঙ্গে ধাক্কা খায় ঋষভ পন্তের গাড়ি। দ্রুত গতিতে চলে থাকা গাড়িটি প্রায় ২০০ মিটার ছিটকে যায়। ঘটনার সময়ে একাই গাড়ি চালাচ্ছিলেন ভারতীয় ক্রিকেট দলের তারকা। গাড়িতে আগুন লেগে গেলেও বরাতজোরে সময় মতো বেরিয়ে এসেছিলেন তিনি। ফাইল ছবি: টুইটার (Twitter)
2/5অগ্নিদগ্ধ ও আঘাত পেলেও সৌভাগ্যবশত ঘটনার ভয়াবহতার নিরিখে অনেকটাই রক্ষা পেয়েছেন তিনি। আর এর জন্য যেমন তাঁর তত্পরতা দায়ী, ততটাই কৃতিত্ব প্রাপ্য তাঁর গাড়ির। কী গাড়ি চালাচ্ছিলেন ঋষভ? ফাইল ছবি: টুইটার (Twitter)
3/5ক্রিকেট তারকা। কোটি-কোটি টাকা আয়। তাই স্বাভাবিকভাবেই বিলাসবহুল মার্সিডিজে ছিলেন তিনি। তাও কোনও যে-সে মডেল নয়। মার্সিডিজ AMG GLE 43 4MATIC ক্যুপ। বিশেষজ্ঞরা বলছেন, ভয়াবহ সংঘর্ষের মধ্যেও গাড়ির মূল ফ্রেমটি অক্ষত ছিল। সেটি দুমড়ে যায়নি। সেই কারণে সময় মতো বেরিয়ে আসতে পেরেছেন ক্রিকেট তারকা। ফাইল ছবি: টুইটার (Twitter)
4/5SUV জাতীয় গাড়ি হলেও, এটিতে ক্যুপের মতো গঠন রয়েছে। অর্থাত্, SUV-র মতো বড়সড়, উঁচু হলেও গাড়ির গঠন অনেকটা এয়ারোডায়নামিক। Coupe-এর পরিচিত ফিচার অনুযায়ী গাড়ির ছাদ পিছনের অংশের দিকে ঢালু হয়ে নেমে গিয়েছে। ফাইল ছবি: মার্সিডিজ (Twitter)
5/5২০১৯ সালে মার্সিডিজের এই গাড়ি কিনেছিলেন ঋষভ। দাম ১.০৩ কোটি টাকা। বর্তমানে যদিও আর এই মডেলটি বিক্রি করে না মার্সিডিজ। বদলে আরও নতুন আপগ্রেড আনা হয়েছে। ফাইল ছবি: টুইটার (Twitter)