বাংলা নিউজ > টেকটক > mPassport App Launched: পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে জলদি! এল নতুন অ্যাপ, কাটবে ঝক্কি

mPassport App Launched: পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশন হবে জলদি! এল নতুন অ্যাপ, কাটবে ঝক্কি

পাসপোর্ট (HT Photo) (HT_PRINT)

পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া হয়, তাতে অনেক সময় লেগে যায়। এই সামান্য কাজটুকু করাতে গিয়েই অনেকের বিদেশযাত্রা পণ্ড হয়। অনেক ক্ষেত্রে দুর্নীতির ঘটনাও শোনা যায়। তবে সময়ের সঙ্গে সেই অচলায়তনে বদল আসছে। শুক্রবার নতুন 'mPassport পুলিশ অ্যাপ' চালু করল বিদেশ মন্ত্রক।

পাসপোর্ট যাঁরাই করিয়েছেন, তাঁরা একটি বিষয়ে একমত। বেশিরভাগ ক্ষেত্রেই পাসপোর্ট ইস্যু করার জন্য যে পুলিশ ভেরিফিকেশনের প্রক্রিয়া হয়, তাতে অনেক সময় লেগে যায়। এই সামান্য কাজটুকু করাতে গিয়েই অনেকের বিদেশযাত্রা পণ্ড হয়। অনেক ক্ষেত্রে দুর্নীতির ঘটনাও শোনা যায়। তবে সময়ের সঙ্গে সেই অচলায়তনে বদল আসছে। শুক্রবার নতুন 'mPassport পুলিশ অ্যাপ' চালু করল বিদেশ মন্ত্রক। এক মাঝ্যমে পাসপোর্ট ইস্যু করার সময়ের পুলিশ ক্লিয়ারেন্সের প্রক্রিয়া আরও স্বচ্ছ ও দ্রুত হবে। আরও পড়ুন: স্ত্রী'র বিদেশ যাত্রার ‘স্বপ্নপূরণ’ করতে মুম্বই পুলিশের ওয়েবসাইট হ্যাক স্বামীর!

 

বৃহস্পতিবার দিল্লির পুলিশবাহিনীর এক অনুষ্ঠানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যোগ দেন। দিল্লি পুলিশের বিশেষ শাখার কর্মীদের মোট ৩৫০টি মোবাইল ট্যাবলেট উপহার দেন তিনি। আর সেই অনুষ্ঠানেই দিল্লির নতুন পাসপোর্ট ভেরিফিকেশন প্রক্রিয়ায় বিষয়ে জানান তিনি। অমিত শাহ জানান, পাসপোর্টের জন্য পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আর চিন্তা করতে হবে না। ডিজিটাল ভেরিফিকেশন করা হবে। আর সেটা হলেই অনেক সময় বাঁচবে। তাছাড়া যাচাই প্রক্রিয়াতেও স্বচ্ছতা আসবে। এমনটাই জানান তিনি।

 

এক নজরে 'mPassport পুলিশ অ্যাপ': যা যা জানা দরকার

1

পাসপোর্ট ইস্যু করার প্রক্রিয়ায় পুলিশ ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ অংশ। এবার থেকে সেই যাচাইকরণের প্রক্রিয়াটির ডিজিটাইজেশন করা হচ্ছে। এর ফলে এটি আরও দ্রুত হবে।

2

এবার থেকে ১৫ দিনের পরিবর্তে, আবেদনকারীরা মাত্র ৫দিনের মধ্যেই পুলিশ ক্লিয়ারেন্স পাবেন। বিদেশ মন্ত্রক আঞ্চলিক পাসপোর্ট অফিস (RPO), দিল্লি মারফত এক বিবৃতি প্রকাশ করেছে। তাতে বলা হয়েছে, এর মাধ্যমে পাসপোর্ট ইস্যু করার সময়কাল প্রায় ১০দিন কমে দেবে।

3

পুলিশ রিপোর্ট জমা দেওয়া এবং যাচাইকরণ করার বিষয়টি সম্পূর্ণ ডিজিটাল এবং কাগজহীন করা হয়েছে।

4

এক্ষেত্রে জানিয়ে রাখা ভাল, ইতিমধ্যেই কিন্তু একটি mPassport Seva অ্যাপ্লিকেশনও রয়েছে। এর মাধ্যমে 'পাসপোর্ট সেবা' পোর্টালের সমস্ত সুবিধা পাবেন।

5

এর মাধ্যমে স্মার্টফোন ব্যবহারকারীরা রেজিস্ট্রেশন, ইউজার লগইন, পাসপোর্ট পরিষেবার জন্য আবেদন, অনলাইনে টাকা প্রদান, অ্যাপয়েন্টমেন্টের সময়সূচী, পাসপোর্ট কেন্দ্রের অবস্থান, ফি, আবেদনের স্ট্যাটাস, যোগাযোগের নম্বর এবং অন্যান্য সাধারণ তথ্য পেয়ে যাবেন। আরও পড়ুন: সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট জাপানের! ভারত কত নম্বরে? অনেক পিছিয়ে পাক ও বাংলাদেশ

বন্ধ করুন