বাংলা নিউজ > টেকটক > অবিশ্বাস্য! ৫,০০০ টাকার ছাড়ে মিলছে LG W41 স্মার্টফোন

স্মার্টফোনের ব্যবসায় ঝাঁপ ফেলছে LG । গত ৩১ জুলাই থেকে বন্ধ হয়ে গিয়েছে উৎপাদন। তাই ফোনের স্টক ক্লিয়ার করতে অবিশ্বাস্য ছাড় দিচ্ছে সংস্থা। LG W41 স্মার্টফোনটি বাজারে এসেছিল যখন, দাম ছিল প্রায় ১৩,৪৯০ টাকা। এবার সেই স্মার্টফোনেরই দাম প্রায় ৫,০০০ টাকা কমিয়ে দেওয়া হয়েছে। ফ্লিপকার্টে ৮,৪৯৯ টাকায় পাবেন এই স্মার্টফোন।

ছবি : ফ্লিপকার্টের স্ক্রিনশট
ছবি : ফ্লিপকার্টের স্ক্রিনশট (Flipkart)

এক নজরে দেখে নিন LG W41-এর স্পেসিফিকেশন :

RAM : 4 GB

Internal Memory : 64 GB

Processor : MediaTek Helio G35 Processor

ব্যাটারি : 5,000 mAh

ডিসপ্লে : 6.55-inch FHD+

রিয়ার ক্যামেরা : 48MP + 8MP + 5MP + 2MP

ফ্রন্ট ক্যামেরা : 8MP

অর্থাৎ দাম হিসেবে স্পেসিফিকেশন মন্দ নয়। তাই LG-র শেষ কিছু স্মার্টফোনের মধ্যে একটি যদি কিনতে চান, এটি আপনার উইশলিস্টে রাখতেই পারেন।

LG স্মার্টফোনে কাস্টমার কেয়ার/সার্ভিস মিলবে?

হ্যাঁ। স্মার্টফোন উৎপাদন বন্ধ হলেও উপভোক্তা পরিষেবা চালু রাখবে সংস্থা। ফলে, পরবর্তী সময়ে ফোন খারাপ হয়ে যাওয়া নিয়ে কোনও ভয় নেই। সেক্ষেত্রে পেয়ে যাবেন কাস্টমার কেয়ারের সুবিধা।।

বন্ধ করুন