অনেক সময়ে কোনও নতুন নম্বরে মেসেজ করার প্রয়োজন হয়। এদিকে সেই নম্বরের পরে আর দরকার পড়বে না। তাই সেভ করেও লাভ নেই। এমন ক্ষেত্রে, নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে আপনি প্রথম মেসেজটি করতে পারবেন। কীভাবে?
1/5হোয়াটসঅ্যাপে অনেক সময়ে কোনও নতুন নম্বরে মেসেজ করার প্রয়োজন হয়। এদিকে সেই নম্বরের পরে আর দরকার পড়বে না। তাই সেভ করেও লাভ নেই। এমন ক্ষেত্রে, নম্বর সেভ না করেই হোয়াটসঅ্যাপে আপনি প্রথম মেসেজটি করতে পারবেন। কীভাবে? প্রতীকী ছবি : পিটিআই (HT Bangla/Soumick Majumdar)
2/5এর জন্য প্রথমে আপনার স্মার্টফোনের ক্রোমের মতো যে কোনও ব্রাউজার খুলুন। অ্যাড্রেস বারে লিখুন https://wa.me/91phonenumber । তবে এই phonenumber-এর জায়গায় সেই নম্বরটি দিন। ফাইল ছবি: টুইটার (HT Bangla/Soumick Majumdar)
3/5অর্থাত্, যে নম্বরে আপনি মেসেজ পাঠাতে চাইছেন, সেটি যদি, ৯৮৭৬৫৪৩২১০ হয়, সেক্ষেত্রে লিখুন, https://wa.me/919876543210 । শুরুর 91 আসলে কান্ট্রি কোড। ছবি : হিন্দুস্তান টাইমস বাংলা (HT Bangla/Soumick Majumdar)
4/5এরপর যে পেজটি খুলবে, তাতে কন্টিনিউ চ্যাট বলে একটি সবুজ বক্স আসবে। তাতে ট্যাপ করুন। সেটি করার সঙ্গে সঙ্গে WhatsApp ব্রাউজারের মধ্যেই খুলে যাবে। ফাইল ছবি: হোয়াটসঅ্যাপ (HT Bangla/Soumick Majumdar)
5/5এরপর সেই মোবাইল নম্বরের চ্যাট উইন্ডো খুলে যাবে। এখানে আপনি তাঁকে মেসেজ পাঠাতে পারবেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (HT Bangla/Soumick Majumdar)