Madagascar Scam: হঠাত্ই আপনার ফোনে +261-এর মতো বিভিন্ন বিদেশি নম্বর থেকে কল আসবে। বেশিরভাগ ক্ষেত্রেই কোনও অদ্ভুত সময়ে কল করা হয়। মাঝরাতে, ভোররাতে। এক-দু'বার রিং হয়েই ফোন কেটে দেওয়া হবে। মানে আপনি কল ধরার সুযোগই পাবেন না।
এবার ধরুন আপনি কল লগ থেকে সেই নম্বরটি দেখে কল ব্যাক করলেন। সেটা করলেই বলা হবে, 'হ্যালো, ইউ হ্যাভ রিচড দ্য অপারেটর, প্লিজ হোল্ড'(আপনি অপারেটরের কাছে পৌঁছে গিয়েছেন, অনুগ্রহ করে অপেক্ষা করুন)। এবার ধরুন আপনি কী কেস বুঝতে না পেরে অপেক্ষা করতে থাকলেন। এদিকে আপনার থেকেই যে মিনিট হিসাবে টাকা চার্জ করা হচ্ছে, তা ঘুণাক্ষরেও টের পাবেন না। আন্তর্জাতিক কল রেটের চড়া হারে টাকা আরোপ হবে। আরও পড়ুন: স্ত্রী'র বিদেশ যাত্রার ‘স্বপ্নপূরণ’ করতে মুম্বই পুলিশের ওয়েবসাইট হ্যাক স্বামীর!
হয় তো ভাবছেন, এমন ফোন কেউ আবার কল ব্যাক করে নাকি? তা-ও আবার ফোন করে লোকে এমন ধরে থাকে? সেক্ষেত্রে উল্লেখ্য, অনেকেরই আত্মীয়-পরিজন বিদেশে থাকেন। তাঁরা কোনও আপদকালীন ফোন এসেছে ভেবে অপেক্ষা করতে থাকেন।
সেই ২০১৮ সাল থেকেই এই ধরণের ঘটনা ঘটছে। তবে ইদানিং কলকাতা তথা পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে এই ধরণের ঘটনা বেড়েছে।
TOI-এর প্রতিবেদনে সাইবার বিশেষজ্ঞ বিভাস চট্টোপাধ্যায় জানান, 'বেশিরভাগ ক্ষেত্রেই ক্লাউড অ্যাপ্লিকেশন ব্যবহার করে এই ধরণের ফোন কল করা হয়। ফলে কে ফোন করছে তা ধরা যায় না।'
অপর এক বিশেষজ্ঞ জানালেন, এই ধরণের এক এক কলে অনেকের আন্তর্জাতিক হারে কয়েরশো ডলার পর্যন্ত বিল হতে পারে। ভারতীয় মুদ্রায় যা ৮,০০০ টাকারও বেশি।
কিন্তু এতে প্রতারকের লাভ কি? জানা গিয়েছে, এই কলের বিল হিসাবে কমিশন পায় প্রতারকরা। যতক্ষণ কেউ ফোন ধরে অপেক্ষা করবেন, ততটাই বেশি কমিশন।
ফলে এবার থেকে এই ধরণের অচেনা, বিদেশি নম্বর থেকে ফোন এলে সাবধান থাকাই শ্রেয়। আরও পড়ুন: Giving Away Phone Numbers in Stores: জামা, ওষুধ বা নিত্যপ্রয়োজনীয় জিনিস কিনতে ফোন নম্বর দিচ্ছেন স্টোরে? সতর্ক হয়ে যান
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup