ওরিয়নের ক্যাপসুলে মহাকাশচারী নেই বটে। তবে তার বদলে সেন্সর সহ ডামি রয়েছে। এগুলির মাধ্যমে অভিযান চলাকালীন মহাকাশচারীদের কী কী শারীরিক প্রভাব পড়তে পারে, তার পর্যবেক্ষণ করা হবে।
1/5NASA-এর ওরিয়ন চাঁদের দূরবর্তী কক্ষপথে প্রবেশ করল। শুক্রবারের ইঞ্জিন বার্নের পর, বর্তমানে পৃথিবী থেকে প্রায় ৩.৮ লক্ষ কিলোমিটার দূরে অবস্থান করছে ওরিয়ন। ফাইল ছবি: নাসা (NASA)
2/5চলতি সপ্তাহের শুরুতে প্রায় ১ ঘণ্টার জন্য ওরিয়নের সঙ্গে সংযোগ হারিয়ে ফেলে হুইস্টনের মিশন কনট্রোল। পরে অবশ্য তা পুনরায় ডিপ স্পেস নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হয়। নাসার আধিকারিকরা জানিয়েছেন, মহাকাশযানে কোনও সমস্যা হয়নি। ছবি: নাসা (NASA)
3/5চাঁদ পৃথিবীকে যে অভিমুখে প্রদক্ষিণ করে, তার বিপরীত অভিমুখে প্রদক্ষিণ করছে ওরিয়ন। এই অভিযান প্রকৃতপক্ষে নাসার চাঁদে ফের মানুষ পাঠানোর প্রস্তুতি। ছবি: নাসা (NASA)
4/5ওরিয়নের ক্যাপসুলে মহাকাশচারী নেই বটে। তবে তার বদলে সেন্সর সহ ডামি রয়েছে। এগুলির মাধ্যমে অভিযান চলাকালীন মহাকাশচারীদের কী কী শারীরিক প্রভাব পড়তে পারে, তার পর্যবেক্ষণ করা হবে। ছবি: নাসা (NASA)
5/5নাসা জানিয়েছে, আগামী ২০২৪ সালে চাঁদের নিকট দিয়ে ফের এরকম একটি 'ফ্লাইবাই' করা হবে। তবে পরেরবার ফাঁকা যান নয়, এতে মহাকাশচারীরাও থাকবেন। এরপর ২০২৫ সাল নাগাদ চাঁদের মাটিতে মহাকাশচারী নামাতে চাইছে নাসা। ছবি: নাসা (NASA)