Ola S1 Air: নতুন কম বাজেটের বৈদ্যুতিক স্কুটার আনল ওলা ইলেকট্রিক। নতুন Ola S1 Air প্রকাশ্যে আনল সংস্থা।
বর্তমানে, ওলার ইলেকট্রিক স্কুটারের দুইটি ভেরিয়েন্ট রয়েছে। সেগুলি হল, S1 এবং S1 Pro। প্রিমিয়াম S1 প্রো-র দাম প্রায় ১.৪০ লক্ষ টাকা। এদিকে বাজেট ফ্রেন্ডলি S1-এর দাম ৯৯,৯৯৯ টাকা(এক্স-শোরুম, FAME 2 ভর্তুকি সহ)। আরও পড়ুন : Ola S1 Sales: বিতর্ক কাটিয়ে দশেরায় ১০ গুণ বেশি ই-স্কুটার বিক্রি করল Ola!
এদিকে বাজারে তার থেকে কম দামে ১১০ সিসির পেট্রোল স্কুটার পাওয়া যায়। এখনও পর্যন্ত যা পরিস্থিতি, তাতে ইলেকট্রিক স্কুটারে অনেকেরই ভরসা নেই। ফলে স্বাভাবিকভাবেই বাজার ধরতে সমস্যা ওলা ইলেকট্রিকের। তাছাড়া আগুন লেগে যাওয়ার মতো ভাইরাল ঘটনাগুলি তো আছেই।
আর সেই ক্রেতাদের বাজেট রেঞ্জে প্রবেশ করতেই এই নতুন Ola S1 Air আনল সংস্থা। দাম মাত্র ৭৯,৯৯৯ টাকা। বেশিরভাগ এন্ট্রি লেভেল পেট্রোল চালিত স্কুটারের থেকেও সস্তা। ভারতের সবচেয়ে বেশি বিক্রি হওয়া ICE স্কুটার, Honda Activa 6G-র DLX ভেরিয়েন্টের চেয়ে এটি মাত্র ৪,৪১৩ টাকা বেশি। তবে এক্ষেত্রে জেনে রাখা ভাল, এই দাম শুধুমাত্র উত্সবের মরসুমের জন্যই। আগামী ২৪ অক্টোবর পর্যন্তই এটি প্রযোজ্য। এর পরে ই-স্কুটারটির দাম বেড়ে ৮৪,৯৯৯ টাকা হয়ে যাবে।
কিন্তু স্পেসিফিকেশনের নিরিখে আগের দুই বেশি দামের মডেলের থেকে এটি কতটা আলাদা?
উপরের তালিকা থেকে খুব সহজেই বুঝতে পারবেন কেন এটির দাম কিছুটা কম করা গিয়েছে। যে কোনও ইলেকট্রিক স্কুটার কেনার সময়ে সবার প্রথম প্রশ্ন থাকে তার রেঞ্জ নিয়ে। তবে কম বাজেটের বাজারে ঢুকতে রেঞ্জ কিছুটা কমিয়ে দিয়েছে সংস্থা। তবে সত্যি বলতে, এখনও এই দামে বেস ভেরিয়েন্টের TVS iQube-এর মতো অন্যান্য বৈদ্যুতিক স্কুটারের সঙ্গে সমান রেঞ্জই দিচ্ছে ওলা এস ওয়ান এয়ার। তাছাড়া অন্যান্য কিছু পরিসংখ্যানও অনেকটাই iQube-এর মতোই।
এক্ষেত্রে উল্লেখ্য, আগের দুই মডেলের মিডল-মাউন্টেড মোটরের পরিবর্তনে এই মডেলে পিছনের চাকায় হাব মোটর রয়েছে। তাতে রাইডিং ডায়নামিক্সে কতটা বদল হয়, এখন সেটাই দেখার। আরও পড়ুন : 'চালাতে চালাতে খুলে গেল Ola S1 Pro-র সামনের চাকা,' দাবি ক্রেতার
S1 এয়ার কিন্তু তার দুই 'বড় ভাই'য়ের থেকে কিছুটা আলাদা দেখতে। এয়ারের নিচের বেশ কিছুটা অংশে কালো রঙের ফাইবার প্যানেল ব্যবহার করা হয়েছে। S1 এবং S1 প্রো-তে কিন্তু সেটা বডির রঙেরই থাকে। এর ফলে কিছুটা হলেও স্কুটারটির লুক নষ্ট হয়েছে। দাম কাটছাঁটের জন্যই কি এই পন্থা?
শুধু তাই নয়, S1 এয়ারে সাধারণ টিউবুলার মেটাল গ্র্যাব রেল রয়েছ। S1 এবং S1 প্রো-তে কাস্ট অ্যালুমিনিয়ামের মেটাল গ্র্যাব রেল থাকে। S1 এবং S1 Pro-তে সিঙ্গেল-শক ফ্রন্ট সাসপেনশন থাকে। সেটির বদলে এই মডেলের পিছনের দিকে ডুয়াল শক এবং একটি স্ট্যান্ডার্ড টেলিস্কোপিক ফর্ক দেওয়া হয়েছে। ফলে এমনভাবেই অল্প অল্প করে দামে কাটছাঁট করেছে ওলা ইলেকট্রিক। আরও পড়ুন : Ola S1: এবার ভারতের এক প্রতিবেশী দেশেও ই-স্কুটার বেচবে ওলা
Ola-এর ওয়েবসাইট বা অ্যাপ্লিকেশনের মাধ্যমে ৯৯৯ টাকায় S1 Air বুকিং শুরু হয়েছে। পেমেন্ট উইন্ডো ২০২৩ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে শুরু হবে। ২০২৩-এর এপ্রিলের প্রথম সপ্তাহ থেকে ডেলিভারি শুরু হবে।