সম্প্রতি ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক (RBI) থেকে NBFC-AA লাইসেন্স পেয়েছে PhonePe গ্রুপ। আর এবার অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর (AA) পরিষেবা চালু করার ঘোষণা করল PhonePe টেকনোলজি সার্ভিসেস প্রাইভেট লিমিটেড (PTSPL)। আরও পড়ুন: UPI দিয়ে পেমেন্ট করেন? এই ৬টি বিষয়ে সব সময়ে সাবধান থাকুন
PTSPL-এর এই অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর পরিষেবার মাধ্যমে ভারতীয় গ্রাহকদের সমস্ত আর্থিক ডেটা, যেমন ব্যাঙ্ক স্টেটমেন্ট, ট্যাক্স ফাইলিং, বিমা পলিসি ইত্যাদি আর্থিক প্রতিষ্ঠান বা FIU (আর্থিক তথ্য ব্যবহারকারী)-দের সঙ্গে শেয়ার করার অনুমতি প্রদান করা হবে। এর ফলে ঋণের জন্য আবেদন করা, কেনাকাটা করা, নতুন বিমা করা, বিনিয়োগের পরামর্শ নেওয়া অনেক সরল হয়ে যাবে।
সংস্থা জানিয়েছে, গ্রাহকরা সরাসরি aa.phonepe.com থেকে বা PhonePe অ্যাপের মাধ্যমে যেকোনও সময়ে ডেটা শেয়ারিং বন্ধ, সাময়িকভাবে স্থগিত এবং চালু করতে পারেন।
'এই প্রক্রিয়ার অংশ হিসাবে, PTSPL ইতিমধ্যেই একাধিক আর্থিক তথ্য প্রদানকারী (FIP) যেমন YES Bank, Federal Bank, AU Small Finance Bank, ইত্যাদির সঙ্গে যুক্ত হয়েছে। বড় ব্যাঙ্কগুলি ছাড়াও আরও বেশ কিছু FIP-রও এই সিস্টেমের সঙ্গে সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। জুনের শেষের দিকেই সেই কাজ সম্পন্ন হবে,' জানিয়েছে ফোনপে।
গ্রাহকদের নতুন অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর পরিষেবার সঙ্গে দ্রুত এবং সহজে সংযুক্ত করতে, PTSPL PhonePe Pvt Ltd-এর সাথে চুক্তি করেছে। PhonePe অ্যাপের মধ্যেই একটি AA মাইক্রো-অ্যাপ তৈরি করেছে। এর মাধ্যমে PhonePe ব্যবহারকারীদের সহজে রেজিস্ট্রেশন করতে এবং একটি নতুন ইন্টারঅপারেবল AA হ্যান্ডেল তৈরি করার সুবিধা প্রদান করবে। PhonePe ব্যবহারকারীরা PhonePe অ্যাপের হোমপেজে 'চেক ব্যালেন্স' অপশনে গিয়েই এক নজরে তাঁদের ব্যাঙ্ক স্টেটমেন্ট অ্যাক্সেস করতে পারবেন।
PhonePe-এর সহ-প্রতিষ্ঠাতা এবং CTO রাহুল চারি এই লঞ্চের বিষয়ে বলেন, 'অ্যাকাউন্ট অ্যাগ্রিগেটর নেটওয়ার্কের মাধ্যমে ডিজিটাল সংযোগের নয়া যুগের প্ল্যাটফর্ম গড়ে তোলা হচ্ছে। আমজনতা নিজস্ব তথ্যের শক্তিকে কাজে লাগিয়েই সুনির্দিষ্ট আর্থিক সিদ্ধান্ত নিতে পারবেন।' আরও পড়ুন: PhonePe-র মাধ্যমে মেটাতে পারেন EMI! জানুন প্রক্রিয়া
এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup