সম্প্রতি এক নতুন ধরণের প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়... more
সম্প্রতি এক নতুন ধরণের প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোনও অচেনা, বিদেশি নম্বর থেকে হঠাত্ মিসড কল আসছে ফোনে। বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যরাত বা ভোররাতে এই কলগুলি আসে। নম্বরগুলি সাধারণ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের।
1/6WhatsApp এখন প্রায় সবারই ফোনে ফোনে। সময়ের সঙ্গে ক্রমেই WhatsApp ব্যবহারকারীর সংখ্যা বেড়েছে। তার সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে টেক্সট, কল এমন কী ভিডিয়ো কল মারফত প্রতারণার সংখ্যা। এমন পরিস্থিতিতে হোয়াটসঅ্যাপে নিরাপদে থাকবেন কীভাবে? ফাইল ছবি: পেক্সেলস (AFP)
2/6সম্প্রতি এক নতুন ধরণের প্রতারণার সংখ্যা বৃদ্ধি পেয়েছে। কোনও অচেনা, বিদেশি নম্বর থেকে হঠাত্ মিসড কল আসছে ফোনে। বেশিরভাগ ক্ষেত্রেই মধ্যরাত বা ভোররাতে এই কলগুলি আসে। নম্বরগুলি সাধারণ, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের। ফাইল ছবি: এএফপি (AFP)
3/6রাতে এভাবে হঠাত্ ফোন দেখে অনেকে কল ব্যাক করছেন। আর তাতেই প্রতারণার ফাঁদে পড়ছেন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা। এমন পরিস্থিতি আপনার কী করা উচিত্? ছবিটি প্রতীকী, সৌজন্য : রয়টার্স (AFP)
4/6সম্প্রতি এই বিষয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হোয়াটসঅ্যাপ। তাতে ডেভেলপাররা জানিয়েছেন, এমন স্প্যাম কলের ক্ষেত্রে সবার আগে তা রিপোর্ট করতে হবে ব্যবহারকারীদের। আর তারপর সেই নম্বর ব্লক করে দিতে হবে। ফাইল ছবি: এএফপি (AFP)
5/6হোয়াটসঅ্যাপে কোনও লিঙ্ক এলেও তাতে ক্লিক না করাই শ্রেয়। এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। অনেক ক্ষেত্রে KYC আপডেট, লটারিতে টাকা/উপহার জেতা ইত্যাদি নানা ফরম্যাটে মেসেজ আসছে ব্যবহারকারীদের কাছে। সেখানে লিঙ্ক দিয়ে তাতে ক্লিক করতে বলা হচ্ছে। ফাইল ছবি: পেক্সেলস (AFP)
6/6এমন কোনও মেসেজ এলে তাতে ক্লিক করা নৈব নৈব চ! যদি আপনার পরিচিত কেউ সেটি ফরোয়ার্ড করে থাকেন, সেক্ষেত্রে তাঁকে সাবধান করে দিন। ফাইল ছবি: রয়টার্স (AFP)