বাজারে জিনিসের দামের উপর নির্ভর করে নিয়মিত সেই কমিশনের হার সংশোধন করা হয়। শুধু তাই নয়, এর উপরি আলাদাভাবে GST চার্জ হিসাবে ১৮% নেওয়া হয়।
1/5Amazon India-কে বিভিন্ন সেগমেন্টে কমিশন বাড়ানো হয়েছে। বিউটি এবং ব্যক্তিগত যত্নাদি, শিশুদের যত্ন, অটোমেটেড প্রোডাক্ট, মুদি এবং ওষুধের উপর এই অতিরিক্ত কমিশন আরোপ হতে পারে। নয়া রেট আগামী ৩১ মে ২০২৩ থেকে প্রযোজ্য হবে। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
2/5মার্কেটপ্লেসে সেলারদের কাছ থেকে কমিশন হিসাবে ফাইনাল বিক্রয় মূল্যের (আইটেমের এমনি দাম, ও শিপিং চার্জ-সহ) একটি শতাংশ চার্জ করা হয়। এর মাধ্যমেই আমাজন টাকা আয় করে। ছবি : রয়টার্স (REUTERS)
3/5বাজারে জিনিসের দামের উপর নির্ভর করে নিয়মিত সেই কমিশনের হার সংশোধন করা হয়। শুধু তাই নয়, এর উপরি আলাদাভাবে GST চার্জ হিসাবে ১৮% নেওয়া হয়। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)
4/5অন্যদিকে, পোশাক এবং যন্ত্রপাতির সেগমেন্টে ৫০০ টাকার নিচের দামের আইটেমে কমিশন হ্রাস পেয়েছে। তবে, তা অনেকটাই কম এবং এতে সেলারদের বিশেষ হেরফের হবে না বলে মনে করা হচ্ছে। ইউয়োরস্টোরি-তে প্রকাশিত রিপোর্টে এমনটাই উল্লেখ করা হয়েছে। ফাইল ছবি: রয়টার্স (REUTERS)
5/5আরও, Amazon India-র নতুন স্ট্রাকচারে বিভিন্ন পণ্যকে চারটি স্তরে বিভক্ত করা হয়েছে। বেসিক, স্ট্যান্ডার্ড, অ্যাডভান্সড এবং প্রিমিয়াম(অর্ডারের সংখ্যা, গ্রাহকের রিয়্যাকশান, পর্যালোচনা এবং রিটার্ন-ভিত্তিক)। এর আগের কাঠামোতে সেলারদের খালি একটিই সেগমেন্ট ছিল। ফাইল ছবি : রয়টার্স (REUTERS)