বাংলা নিউজ > টেকটক > Jio Phone: শীঘ্রই 5G স্মার্টফোন আনছে Jio! এত সস্তা যে দাম শুনলে অবাক হবেন

Jio Phone: শীঘ্রই 5G স্মার্টফোন আনছে Jio! এত সস্তা যে দাম শুনলে অবাক হবেন

ছবি সৌজন্যে : জিও (Jio)

Jio 5G smartphone: বার্ষিক সাধারণ সভায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আরও এক দুর্দান্ত ঘোষণা করেছিলেন। গুগলের সঙ্গে হাত মিলিয়ে একটি নতুন 5G স্মার্টফোন তৈরির বিষয়ে রিলায়েন্স কাজ করছে বলে জানান আম্বানি।

চলতি বছর দীপাবলির মধ্যেই মেট্রো শহরগুলিতে 5G পরিষেবা রোল আউট করছে রিলায়েন্স জিও। এবারের বার্ষিক সাধারণ সভায়, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানি আরও এক দুর্দান্ত ঘোষণা করেছিলেন। গুগলের সঙ্গে হাত মিলিয়ে একটি নতুন 5G স্মার্টফোন তৈরির বিষয়ে রিলায়েন্স কাজ করছে বলে জানান আম্বানি। তবে এটুকুই। এখনও পর্যন্ত জিও সেই 5G স্মার্টফোনের স্পেসিফিকেশন প্রকাশ করেনি।

কাউন্টারপয়েন্ট রিসার্চের রিপোর্ট অনুসারে, 5G-এনাবেলড Jio-র এই স্মার্টফোনটির দাম ৮,০০০-১২,০০০ টাকার মধ্যে হবে বলে মনে করা হচ্ছে। রিপোর্টে আরও বলা হয়েছে যে, মেট্রো শহরগুলিতে সফলভাবে 5G পরিষেবা চালু করার পরেই Jio এই ডিভাইসটি লঞ্চ করবে।

আলোচ্য প্রতিবেদনে বলা হয়েছে, এই স্মার্টফোনের মাধ্যমে সস্তায় দেশের সকলের কাছে 5G নেটওয়ার্ক পৌঁছে দিতে চায় জিও। আরও পড়ুন : মাসে মাত্র ২৫০ টাকায় রোজ ২.৫ জিবি ডেটা, আনলিমিটেড কল, Disney+Hotstar

খরচ বাড়বে

রিপোর্ট অনুযায়ী, বর্তমানের 4G প্ল্যানের তুলনায় জিও-র 5G প্ল্যানগুলি ২০ শতাংশ বেশি দামের হতে পারে। এক্ষেত্রে লক্ষ্যণীয়, ২০২৪ সালে জিও-র ব্যবহারকারী প্রতি তার গড় আয় ১৮৮টাকায় তোলার পরিকল্পনা সংস্থার। তবে সেখানেই থেমে যাবে না জিও। এরপর ২০২৫ সাল নাগাদ ব্যবহারকারী পিছু ২০৮ টাকা করে আয় করতে চায় তারা। ফলে আগামিদিনে রিচার্জের খরচ বৃদ্ধি পাওয়ার আশঙ্কা করছেন অনেকে। লাইভ হিন্দুস্তানের এক প্রতিবেদনে এমনটাই বলা হয়েছে।

কেমন হবে জিও-র 5G স্মার্টফোন?

একাধিক রিপোর্ট অনুযায়ী, Jio 5G স্মার্টফোনে 1600x720 পিক্সেল রেজোলিউশনের ৬.৫ ইঞ্চি HD+IPS LCD ডিসপ্লে থাকতে পারে। Qualcomm Snapdragon 480 চিপসেট, 4GB RAM এবং 32 GB স্টোরেজ থাকতে পারে। গুগলের সঙ্গে বানানো এই ফোনে Android 11 অপারেটিং সিস্টেমে চলবে বলে মনে করা হচ্ছে।

13MP+2MP রিয়ার ডুয়াল ক্যামেরা সেটআপ থাকবে। ফ্রন্ট প্যানেলে একটি 8 মেগাপিক্সেল ক্যামেরা থাকবে বলে মনে করা হচ্ছে। ৫,০০০ mAh ব্যাটারি এবং ১৮W ফাস্ট চার্জিং সাপোর্ট থাকতে পারে। লাইভ হিন্দুস্তানের রিপোর্টে এই স্পেসিফিকেশনই আন্দাজ করা হয়েছে।

আমজনতার নাগালের মধ্যে রাখতে, এই ফোনটি এন্ট্রি-মিড সেগমেন্টেই রাখতে পারে জিও।

বন্ধ করুন