ব্যবহারকারীদের জন্য আরও এক দুর্দান্ত প্ল্যান আনল রিলায়েন্স জিও। Jio-র এই প্ল্যানে প্রতিদিনের ডেটা এবং ফ্রি কলিং তো পাবেনই। সেই সঙ্গে অতিরিক্ত বেনেফিটসও পাবেন। এই প্ল্যানে বারবার ফোন রিচার্জ করার টেনশনও থাকবে না। কোনও সমস্যা ছাড়াই প্রতিদিন ৩ জিবি ডেটা এবং ফ্রি কলিং পাবেন। এর পাশাপাশি, এই প্ল্যানের কয়েকটিতে ডিজনি + হটস্টারের বিনামূল্যে সাবস্ক্রিপশনও পাবেন। আসুন, এক নজরে এই প্ল্যানগুলির বিষয়ে জেনে নেওয়া যাক। আরও পড়ুন :
Jio-র ৪,১৯৯ টাকার প্ল্যান
Jio-র এই প্ল্যানের মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে ইন্টারনেটের জন্য দিনে ৩ জিবি করে ডেটা পাবেন। ফলে সারা বছরে মোট ১,০৯৫ জিবি ডেটা পাবেন। Jio-র এই বার্ষিক প্ল্যানে গ্রাহকরা সারা দেশে যে কোনও নেটওয়ার্কে সারা বছর ধরে আনলিমিটেড কল করতে পারবেন। প্রতিদিন ১০০টি SMS পাবেন এই প্ল্যানে। এর পাশাপাশি Disney + Hotstar প্রিমিয়ামের একটি সাবস্ক্রিপশন পাবেন। এক বছরের জন্য তাই যত খুশি ডিজনি প্লাস হটস্টার দেখা যাবে।
Jio-র ২,৯৯৯ টাকার প্ল্যান
এক বছরের মেয়াদ পাবেন এই প্ল্যানে। প্রতিদিন ২.৫ জিবি ডেটা পাবেন। এই প্ল্যানে Jio-র ষষ্ঠ বছর পূর্তির জন্য বিশেষ বেনেফিট দেওয়া হচ্ছে। অফার অনুযায়ী, বিনামূল্যে ৭৫ GB অতিরিক্ত ডেটা পাবেন। জিও এই প্ল্যানে প্রতিদিন আনলিমিটেড কলিং এবং ১০০টি এসএমএসও দিচ্ছে। অতিরিক্ত বেনেফিটের মধ্যে রয়েছে Disney+ Hotstar ও Jio অ্যাপের ১ বছরের সাবস্ক্রিপশন। আরও পড়ুন :
একসঙ্গে ২,৯৯৯ টাকা অনেক বেশি মনে হতে পারে। কিন্তু যদি ১২ মাসের জন্য হিসাব করেন, সেক্ষেত্রে মাসে মাত্র ২৫০ টাকা করে খরচ দাঁড়াচ্ছে। অফার হিসাবে যা মন্দ নয়।
Jio-র ২,৮৭৯ টাকার প্ল্যান
Jio-র এই প্ল্যানটিরও মেয়াদ ৩৬৫ দিন। এই প্ল্যানে প্রতিদিন ২ জিবি করে ডেটা পাবেন। সারা দেশে যেকোনও নেটওয়ার্কে আনলিমিটেড কল করতে পারবেন। জিও এই প্ল্যানে প্রতিদিন ১০০টি SMS দিচ্ছে। জিও-র এই বার্ষিক প্ল্যানে Jio অ্যাপের বিনামূল্যে অ্যাক্সেস পাবেন।