Jio Recharge Plans: জিও-র রিচার্জের খরচ দিন দিন বেড়েই চলেছে। রিলায়েন্স জিও ভারতের অন্যতম বড় টেলিকম অপারেটর। সংস্থা ২০১৬ সালে ব্যবসা শুরু করেছিল। বিনামূল্যে ডেটা দিয়ে এক ধাক্কায় গ্রাহক ধরে নিয়েছিল সংস্থা। এদিকে দিন দিন বিভিন্ন রিজার্চ প্ল্যানের দাম বেড়ে যাচ্ছে। Jio-র রিচার্জ প্ল্যানের দাম ১১৯ টাকা থেকে শুরু হচ্ছে। সবচেয়ে বেশি দামের প্ল্যান ৪,১৯৯ টাকা। আরও পড়ুন:
জিও-র বিভিন্ন প্ল্যানে ডেটা তো পাবেনই। সেই সঙ্গে বিনামূল্যে Disney+ Hotstar-এর মোবাইল সাবস্ক্রিপশনের মতো অন্যান্য সুবিধাও পাবেন। সংস্থার 4G প্রিপেইড প্ল্যানের বিভিন্ন রেঞ্জ রয়েছে। এছাড়াও, Reliance Jio-র সমস্ত প্রিপেইড প্ল্যানে JioTV, JioCinema এবং আরও অনেক বেশ কিছু Jio অ্যাপ রয়েছে। তাছাড়া সীমাহীন ভয়েস কলও রয়েছে। এই প্রতিবেদনে ২০০ টাকার নিচে Jio-র রিচার্জ প্ল্যানগুলির বিষয়ে জানতে পারবেন।
১১৯ টাকার Jio রিচার্জ প্ল্যান
Jio-র ১১৯ টাকার রিচার্জ প্ল্যানের ভ্যালিডিটি ১৪ দিনের। এই প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাবেন। সেই সঙ্গে আনলিমিটেড ভয়েস কলও পাবেন। প্রিপেইড প্ল্যানে কোনও SMS-এর সুবিধাও পাবেন না।
১৪৯ টাকার Jio রিচার্জ প্ল্যান
Reliance Jio-র ১৪৯ টাকার প্রিপেড প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা পাওয়া যাবে। এই প্যাকের ভ্যালিডিটি ২০ দিনের। অর্থাত্, পুরো মেয়াদজুড়ে মোট জন্য 28GB ডেটা পাবেন। এই প্ল্যানে ৩০০টি SMS সহ আনলিমিটেড ভয়েস কলও পেয়ে যাবেন।
১৫৫ টাকার Jio রিচার্জ প্ল্যান
রিলায়েন্স জিও-র প্রিপেড প্ল্যানের ভ্যালিডিটি ২৮ দিনের। এই প্ল্যানে ব্যবহারকারীরা পুরো মেয়াদের জন্য 2GB ডেটা পাবেন। এই প্যাকে আনলিমিটেড ভয়েস কলও পাবেন। সেই সঙ্গে আপনি ৩০০টি SMS-ও পাবেন।
১৭৯ টাকার Jio রিচার্জ প্ল্যান
Reliance Jio-র ১৭৯ টাকার প্রিপেইড প্ল্যানে প্রতিদিন 1GB ডেটা পাবেন। এই প্যাকে ২৪ দিনের ভ্যালিডিটি পাবেন। সেই সঙ্গে পুরো মেয়াদজুড়ে মোট 24GB ডেটা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি SMS সহ সীমাহীন ভয়েস কলের সুবিধা রয়েছে।
১৯৯ টাকার Jio রিচার্জ প্ল্যান
Jio-র ১৯৯ টাকার রিচার্জ প্ল্যানে প্রতিদিন 1.5GB ডেটা পাবেন। সব মিলিয়ে 34.5GB ডেটা পাবেন। এই প্ল্যানে প্রতিদিন ১০০টি SMS সহ লোকাল, STD এবং রোমিং-এর জন্য সীমাহীন ভয়েস কল পাবেন। প্ল্যানের ভ্যালিডিটি ২৩ দিনের।