SBI, PNB-র সঙ্গে আলোচনা, ঋণ রিফাইন্যান্স করার চেষ্টায় ভোডাফোন-আইডিয়া
Updated: 13 Feb 2023, 05:18 PM ISTপ্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই ঋণের রিফাইন্যান্সের ফলে ভোডাফোন আইডিয়ার হাতে কিছু নগদ টাকা থাকবে। সেটা কাজে লাগিয়ে তারা ইন্ডাস টাওয়ার, এরিকসন এবং নোকিয়ার মতো সংস্থাগুলির বকেয়া শোধ করবে।
পরবর্তী ফটো গ্যালারি