সূত্রের খবর, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক এদিন পরিষেবার মানের বিষয়ে গ্রাহকদের অভিযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে। এর জবাবে টেলিকম পরিষেবা প্রদানকারীরা জানান, সিগন্যালে হস্তক্ষেপ বা অন্যান্য কারণেএই সমস্যার সৃষ্টি হচ্ছে।
1/6কল ড্রপের সংখ্যা বাড়ছে কেন? বুধবার অপারেটরদের কাছে জবাবদিহি চাইল কেন্দ্রীয় টেলিকম দফতর। পরিষেবা প্রদানে সমস্যাগুলির বিষয়ে এদিন তাঁদের সঙ্গে আলোচনা করা হয়। কীভাবে ফোন কলের মান আরও ভাল করা যায়, তাই নিয়ে বৈঠক করেন বিশেষজ্ঞ ও টেলিকম সংস্থার প্রতিনিধিরা। (ফাইল ছবি, সৌজন্যে এএফপি) (AFP)
2/6দেশজুড়ে বর্তমানে 5G নেটওয়ার্কে রোলআউট হচ্ছে। তার মধ্যেই এই কল ড্রপের সমস্যা নিয়ে আলোচনা বেশ তাত্পর্যপূর্ণ। বৈঠকে উপস্থিত ছিলেন টেলিকম সচিব কে রাজারামন। ভারতী এয়ারটেল, রিলায়েন্স জিও এবং ভোডাফোন আইডিয়ার প্রতিনিধিরা হাজির ছিলেন। ফাইল ছবি: পিটিআই (AFP)
3/6সূত্রের খবর, কেন্দ্রীয় টেলিকম মন্ত্রক এদিন পরিষেবার মানের বিষয়ে গ্রাহকদের অভিযোগ বৃদ্ধির বিষয়টি তুলে ধরে। এর জবাবে টেলিকম পরিষেবা প্রদানকারীরা জানান, সিগন্যালে হস্তক্ষেপ বা অন্যান্য কারণেএই সমস্যার সৃষ্টি হচ্ছে। ছবি : জিও, এয়ারটেল, ভোডাফোন-আইডিয়া (AFP)
4/6প্রায় দুই ঘণ্টাব্যাপী এই বৈঠকে অবৈধ বুস্টারের প্রভাব এবং রাইট অফ ওয়ে (RoW) সমস্যাগুলির বিষয়গুলি আলোচনা করা হয়। সূত্রের খবর, টেলিকম অপারেটররা মন্ত্রকের কাছে নির্ধারিত মানদণ্ডের প্রেক্ষিতে পরিষেবার বর্তমান পরিস্থিতির ব্যাখা করেন। ফাইল ছবি: হিন্দুস্তান টাইমস (AFP)
5/6DoT সূত্রে খবর, আপাতত কেন্দ্রীয় বিশেষজ্ঞরা এই পরিষেবার উন্নতি কীভাবে করা সম্ভব, তাই নিয়ে দীর্ঘমেয়াদী ভাবনাচিন্তা করছে। পরিষেবা প্রদানকারীদের সমস্যা ও বাধাগুলি চিহ্নিত করতে এবং সম্ভাব্য সুরাহা তুলে ধরতে সুপারিশ করা হয়েছে। ফাইল ছবি: পিটিআই (AFP)
6/6এর আগে, চলতি বছর সেপ্টেম্বরে, টেলিযোগাযোগ মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব ইঙ্গিত দিয়েছিলেন যে, টেলিকম পরিষেবার মানদণ্ড আরও অন্তত ৩-৪ গুণ বাড়ানো হতে পারে। ফাইল ছবি : এএনআই (AFP)