সোমবার মেলবোর্নে বসেছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট অ্যাওয়ার্ডের জমকালো আসর । এদিনের অনুষ্ঠানে স্টিভ স্মিথকে এক ভোটের ব্যবধানে হারিয়ে বর্ষসেরা অজি ক্রিকেটার নির্বাচিত হলেন ওয়ার্নার। অ্যালান বর্ডার মেডেলের জন্য ওয়ার্নার ও স্মিথ ছাড়া দৌড়ে ছিলেন প্যাট ক্যামিন্স।