Updated: 03 Jul 2022, 10:28 PM IST
লেখক Sritama Mitra
বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অসমে। নতুন করে বন... more
বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিয়েছে অসমে। নতুন করে বন্যায় সেখানে বিধ্বস্ত ২৯.৭ লাখ মানুষ। বুক সমান জলের মাঝে অনেকেই ত্রাণ শিবিরে রয়েছেন গত ১ মাস ধরে। চোখের সামনে দু'বেলা দেখতে পাচ্ছেন তাঁদের ডুবন্ত বাড়ি। আর বলছেন 'এই রাস্তাই এখন আমাদের বাড়ি'। মৃতের সংখ্যা ১৪, মৃতদের মধ্যে রয়েছে ৬ শিশু। জলের তোড়ে ভেসে গিয়ে নষ্ট হয়েছে শস্য। এরই মাঝে প্রশাসন এগিয়ে চলেছে তাদের দায়িত্বে। আর সব হারিয়ে আর্তনাদ অসমের দিকে দিকে।