বাংলা নিউজ > দেখতেই হবে > বাংলার মুখ > Video: ফের মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মমতা! ইতিহাস পরীক্ষার দিন দিদিকে প্রণাম করে হল-এ পরীক্ষার্থীরা

Video: ফের মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে মমতা! ইতিহাস পরীক্ষার দিন দিদিকে প্রণাম করে হল-এ পরীক্ষার্থীরা

মঙ্গলবারের পর বুধবারেও মমতা বন্দ্যোপাধ্যায় পৌঁছলেন মাধ্যমিক পরীক্ষাকেন্দ্রে। ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন মমতা। মুখ্যমন্ত্রীকে সেখানে দেখেই ভিড় জমতে থাকে। ইতিহাস পরীক্ষার দিন মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে এগিয়ে আসে পরীক্ষার্থীরা। দিদিকে প্রণাম করে হল-এ প্রবেশ করে পরীক্ষার্থীরা। উল্লেখ্য, কালীঘাট থেকে নবান্ন যাওয়ার পথে ভবানীপুরের ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলে গাড়ি থামাতে বলেন মুখ্যমন্ত্রী। গাড়ি থেকে স্বয়ং রাজ্যের মুখ্যমন্ত্রীকে নামতে দেখে, চমকে যান বহু অভিভাবক। তারপরই পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানান মমতা।