Updated: 01 Jul 2023, 01:45 PM IST
লেখক Ayan Das
মুসলিম বালিকার কুমারী পুজোর মাধ্যমে দুর্গাপুজোর খুঁটিপুজো হল সিঁথিতে। বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোশিয়েশনের উদ্যোগে সেই কুমারী পুজো হয়। এবার বরাহনগর ফ্রেন্ডস অ্যাসোসিয়েশনের দুর্গাপুজো ৭৫ বর্ষে পদার্পণ করছে। সেই অ্যাসোসয়েশনের খুঁটিপুজোয় দেওয়া হল সম্প্রীতির বার্তা। রিমশা নামে ৬ বছরের মুসলিম মেয়ের কুমারী পুজো হয়।