বাংলা নিউজ > দেখতেই হবে > শন থেকে জিৎ, মিমি, শাশ্বত- যে অভিনেতারা বড়পর্দার টানে ছোটপর্দা ছেড়েছেন

শন থেকে জিৎ, মিমি, শাশ্বত- যে অভিনেতারা বড়পর্দার টানে ছোটপর্দা ছেড়েছেন

ছোটপর্দার অন্যতম জনপ্রিয় অভিনেতা হলেন শন বন্দ্যোপাধ্যায়। তাঁর লুকসের কারণে তিনি বহু বঙ্গ নারীর ক্রাশও বটে! এ হেন অভিনেতাকে বহুদিন ছোটপর্দায় দেখা যাচ্ছে না। তিনি তাঁর জন্মদিনে জানিয়ে দিলেন এখনই আর সিরিয়াল নয়, তিনি বিনোদনের অন্যান্য মাধ্যমে নিজেকে পরীক্ষা করতে চান। তবে তিনি একা নন আরও অনেকেই এর আগে ছোটপর্দা ছেড়ে বড়পর্দায় গিয়েছেন, কাজ করেছেন এবং সফল হয়েছেন। দেখুন তাঁরা কারা।