বাংলা নিউজ > দেখতেই হবে > বিমানবন্দরে অজ্ঞান যাত্রী, CPR করে প্রাণ বাঁচালেন CISF জওয়ানরা

বিমানবন্দরে অজ্ঞান যাত্রী, CPR করে প্রাণ বাঁচালেন CISF জওয়ানরা

কলকাতা বিমানবন্দরের টার্মিনালে আচমকা সংজ্ঞা হারিয়... more

কলকাতা বিমানবন্দরের টার্মিনালে আচমকা সংজ্ঞা হারিয়ে ফেলেছিলেন বছর ৫৩-র জে রায়চৌধুরী। তা দেখতে পেয়ে সেখানে যান বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ আধিকারিকরা। তাঁরা কার্ডিও পালমোনারি রিসাসিটেশন বা CPR করেন। সাব-ইন্সপেক্টর পার্থ বসু ও ইন্সপেক্টর শম্পা কর্মকারের সৌজন্যে জ্ঞান ফিরে আসে ওই প্রৌঢ়ের। দেখুন সেই ভিডিয়ো -