Mamata-Amitabh: অমিতাভের ‘জলসা’য় মমতা, বিগ বি-কে পরালেন রাখি
Updated: 30 Aug 2023, 10:47 PM ISTমুম্বইয়ে অমিতাভ বচ্চনের বাড়িতে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ‘জলসা’য় বিগ বি এবং তাঁর পরিবারের সঙ্গে দেখা করে মমতা বললেন 'ওঁরাই ভারতের ১ নম্বর পরিবার'। অমিতাভ বচ্চনের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘আমি ওঁকে (অমিতাভ বচ্চন) ভারতরত্ন বলি। এটা যদি আমার হাতে থাকত, তাহলে আমি ওঁকে অনেক আগেই দিয়ে দিতাম। কিন্তু আমি ওঁকে জনগণের পক্ষ থেকে ভারতরত্ন উপাধি দিচ্ছি।’