বাংলা নিউজ > দেখতেই হবে > রূপান্তরকামী বোনের থেকে রাখি পরে কী বললেন রামকমল?

রূপান্তরকামী বোনের থেকে রাখি পরে কী বললেন রামকমল?

পরিচালক রামকমলের হাত ধরেই একসময় বলিউডে পাড়ি দিয়েছিলেন রূপান্তরকামী শ্রী ঘটক। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের 'সিজনস গ্রিটিংস'-এ অভিনয় করেছিলেন শ্রী। সেই তখন থেকেই রামকমলের সঙ্গে শ্রী ঘটক মুহুরির সম্পর্কের সূত্রপাত। পরিচালক-অভিনেতার সম্পর্কের বাইরেও শ্রীকে বোন পাতিয়েছেন রামকমল মুখোপাধ্যায়। আর তাই বোনের ডাকে এবার রাখিপূর্ণিমাতেও কলকাতায় হাজির পরিচালক রামকমল।রামকমল মুখোপাধ্যায়ের হাতে রাখি বাঁধলেন শ্রী। সেই মুহূর্ত লেন্সবন্দি হিন্দুস্তান টাইমস বাংলার ক্যামেরায়।