বাংলা নিউজ >
দেখতেই হবে >
Durga Puja 2023: মহানবমীতে মুখার্জি বাড়ির পুজোয় তারকার ঢল, ক্যাটরিনা টু সোনম- হাজির বলি সেলেবরা
Updated: 24 Oct 2023, 01:02 AM IST
লেখক Priyanka Mukherjee
কলকাতা জমজমাট পুজোর আমেজে। ছবিটা খুব বেশি আলাদা নয় আরব সাগর পারেও। মুম্বইয়ের অন্যতম জনপ্রিয় দুর্গাপুজো উত্তর বম্বে সার্বজনীনের পুজো, যা মূলত মুখার্জি বাড়ির পুজো নামেই পরিচিত। পুজোর চারটে দিন মুখার্জি বাড়ির মেয়ে-বউরাই থাকে পুজোর যাবতীয় আয়োজনে। এমনকী নিজের হাতে ভোগ পরিবেশন করেন কাজল-রানিরা। মহানবমীতে মুখার্জি বাড়ির পুজোয় তারকার মেলা। হাজির সোনম কাপুর, অনিল কাপুর, জয়া বচ্চন, জ্যাকি শ্রফরা। একই রঙা শাড়িতে নজর কাড়লেন ঘরের দুই মেয়ে রানি ও কাজল।