Updated: 04 May 2022, 10:56 PM IST
লেখক Sritama Mitra
নরেন্দ্র মোদীর ইউরোপ সফরে কার্যত নজর কাড়তে শুরু ক... more
নরেন্দ্র মোদীর ইউরোপ সফরে কার্যত নজর কাড়তে শুরু করেছে। বার্লিনে ভারতীয়দের সঙ্গে তাঁর দেখা করার মুহূর্ত আলাদা করে নজর কেড়েছে। সেখানে খুদেদের সঙ্গে আলাদা করে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ আলাদা করে আকর্ষণের কেন্দ্র হয়ে উঠেছিল। বার্লিনে এক খুদের সঙ্গে মজায় মেতে উঠতে দেখা যায় প্রধানমন্ত্রীকে। এদিকে, এরপর মোদী পৌঁছন কোপেনহেগানে। সেখানে ভারত-ডেনমার্কের বিজনেস সামিটের পর প্রবাসী ভারতীয়দের মাঝে আরও এক ছোট্ট শিশুর সঙ্গে মেতে উঠতে দেখা যায় প্রধানমন্ত্রীকে।