শিশির অধিকারী কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? ত... more
শিশির অধিকারী কি তাহলে বিজেপিতে যোগ দিতে চলেছেন? তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। তারইমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ শানালেন শিশির অধিকারী। তিনি বলেন, ‘মমতা তো লাফিয়ে এসেছেন। শুভেন্দু তৃণমূল ছাড়ায় তাঁর পিছন পিছন নন্দীগ্রামে এসেছেন মমতা। যে কাজ কীর্তি করছেন, তা জেলার পক্ষে লজ্জার বিষয়। জেলার পক্ষে লজ্জা। নন্দীগ্রামবাসীর পক্ষে লজ্জা।’ আরও বলেন, ‘এসএসকেএমের কী চিকিৎসক জানি না বাবা, একটু ধাক্কা লেগেছে, তাতেই প্লাস্টার করে ছেড়ে দিল। হুইলচেয়ার ধরতে হল।’ সঙ্গে কটাক্ষ ছুড়ে দেন, ‘আগেরদিন কে একটা বলছিল, এরকম একটা সিনেমা তৈরি হয়েছিল। এখন সিনেমাই দেখতে হচ্ছে বসে বসে।’