বাংলা নিউজ >
দেখতেই হবে >
ভোটযুদ্ধ >
TMC infight in front of Yusuf Pathan: তৃণমূলের প্রচারে ধুন্ধুমার, ইউসুফ পাঠানের সামনে বিবাদে জড়াল তৃণমূলের দুই গোষ্ঠী
Updated: 18 Apr 2024, 04:55 PM IST
লেখক Abhijit Chowdhury
আজ বড়ঞা ব্লকে ভোট প্রচারে যান ইউসুফ পাঠান। সেখানে কুমরাই গ্ৰাম থেকে শুরু হয় প্রচার। সেখানেই বহরমপুর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠানকে সংবর্ধনা দিতে যান গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রধান জেসমিন আহমেদ। সেই সময় তৃণমূলের ব্লক সভাপতি গোলাম মোরশেদ এবং তাঁর অনুগামীরা বাধা দেয়।