বাংলা নিউজ > দেখতেই হবে > বায়োস্কোপ > Mimi Chakraborty: আবাসনের পুজোয় 'ঘরের মেয়ে' মিমি, পুজোর জোগাড়ে হাত লাগালেন তারকা সাংসদ, দেখুন ভিডিয়ো

Mimi Chakraborty: আবাসনের পুজোয় 'ঘরের মেয়ে' মিমি, পুজোর জোগাড়ে হাত লাগালেন তারকা সাংসদ, দেখুন ভিডিয়ো

পুজোর চারদিন নিজের কসবার আবাসনের পুজোয় একদম ঘরের মেয়ে মিমি। অভিনেত্রী হাত লাগান পুজোর জোগাড়ে। অঞ্জলির ফুল বিতরণ থেকে ধুনুচি নাচ- সবতেই এক পা বাড়িয়ে থাকেন মিমি। এই বছরও তার ব্যতিক্রম নয়। মহাষ্টমীর দিন প্যালেস্ট রঙা শাড়িতে সেজে মায়ের অঞ্জলি দিলেন মিমি, সন্ধিপুজোতেও শামিল হলেন হলুদ সালোয়ারে। দেখুন ভিডিয়ো-