Updated: 03 Jan 2020, 06:45 PM IST
HT Bangla Correspondent
এখন তাঁর পরিচয় পাল্টেছে। এখন আর তিনি শুধু টলিউডের... more
এখন তাঁর পরিচয় পাল্টেছে। এখন আর তিনি শুধু টলিউডের প্রথম সারির নায়িকা নন, এখন তিনি জন প্রতিনিধি- কথা হচ্ছে বসিরহাটের তৃণমূল সাংসদ নুসরত জাহানের। শুধু সাংসদ হওয়াই নয় গত বছর নুসরতের জীবনে আরও একটা পরিবর্তন এসেছে। মিস থেকে মিসেস হওয়ার জার্নিটাও ২০১৯ -এ সেরে ফেলেছে নুসরত। তাই রূপোলি পর্দা থেকে বেশ কিছুদিন দূরেই ছিলেন নুসরত। নতুন বছরের প্রথম শুক্রবারই অসুর নিয়ে হাজির নায়িকা। ছবিতে জিত এবং আবিরের সঙ্গে স্ক্রিন শেয়ার করে নিয়েছেন বসিরহাটের তৃণমূল সাংসদ। পরিচালক পাভেলের এই ছবিতে ফুটে ওঠেছে তিন বন্ধু কিগান, বোধি এবং অদিতির বন্ধুত্ব এবং সম্পর্কের টানাপোড়েনের গল্প।