Updated: 22 Feb 2024, 08:19 PM IST
সম্পাদনা করেছেন Ranita Goswami
মুম্বইয়ে সম্প্রতি ‘তোরী’ নামে এক নতুন রেস্তোরাঁ খুলেছেন শাহরুখপত্নী গৌরী খান। পেশায় ইন্টেরিয়র ডিজাইনার গৌরী নিজেই এই রেস্তোরাঁর ডিজাইন করেছেন। এর আগে করণ জোহর এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো সেলেবদের বাড়ি সাজিয়েছেন গৌরী। কিছুদিন আগেই গৌরীর রেস্তোঁরা লঞ্চের অনুষ্ঠানে হাজির হয়েছেন করণ জোহর থেকে ভাবনা পাণ্ডে, মাহিপ কাপুর, নীলম কোঠারি, সীমা সচদেব, সুজান খানের পাশাপাশি শাহরুখ পত্নীর অন্যান্য ঘনিষ্ঠ বন্ধুরা।