Updated: 17 Oct 2023, 02:27 PM IST
Ranita Goswami
৭৫ বছরে পা রাখলেন হেমা মালিনি। আর ড্রিম গার্লের জন্মদিনের পার্টিতে হাজির হয়েছিলেন বলিউড তারকারা। জয়া বচ্চন, সলমন খান, বিদ্যা বালান, অনুপম খের এবং জ্যাকি শ্রফের মতো তারকাদের উপস্থিতিতে জমে উঠেছিল জন্মদিনের রাত। বিশেষ দিনে হেমা-র থেকে চোখ ফেরানো দায়। গোলাপি শাড়ি, ম্যাচিং ব্লাউজ আর হিলে পার্টির মধ্যমণি ছিলেন। চলুন দেখে নেওয়া যাক কী কী ঘটল সেখানে!