বাংলা নিউজ > দেখতেই হবে > ৫০ মিটার গভীর নয়ানজুলি থেকে মহিলাকে উদ্ধার SDRF এর! রুদ্ধশ্বাস দৃশ্য একনজরে

৫০ মিটার গভীর নয়ানজুলি থেকে মহিলাকে উদ্ধার SDRF এর! রুদ্ধশ্বাস দৃশ্য একনজরে

এই ছবি উত্তরাখণ্ডের। সেখানে এক ৫০ মিটার গভীর নয়ানজ... more

এই ছবি উত্তরাখণ্ডের। সেখানে এক ৫০ মিটার গভীর নয়ানজুলিতে পড়ে গেলেন মহিলা। সেখানে তাঁকে উদ্ধার করে আনে এসডিআরএফ-এর দল। রুদ্ধশ্বাস সেই উদ্ধারের দৃশ্য বন্দি হয়েছে ভিডিয়োয়। রুদ্রপ্রয়াগের সেই দৃশ্য ধরা পড়েছে ভিডিয়োতে। ভিডিয়োতে দেখা যাচ্ছে গভীর খাদ থেকে মহিলাকে কাঁধে করে নিয়ে যাচ্ছেন কয়েকজন এসডিআরএফ কর্মী। জানা গিয়েছে পরবর্তীকালে ওই মহিলাকে ভর্তি করা হয় হাসপাতালে। করা হয় তাঁর চিকিৎসা।