Updated: 10 Jun 2022, 08:32 PM IST
লেখক Sritama Mitra
উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই মেধাতালিকা ঘিরে... more
উচ্চমাধ্যমিকের ফলাফল প্রকাশিত হতেই মেধাতালিকা ঘিরে উচ্ছ্বাসের রেশ রহড়া রামকৃষ্ণ মিশনে। স্কুলের ছাত্র অরিত্র মাইতি ২০২২ উচ্চমাধ্যমিকে ষষ্ঠ। স্বভাবতই এমন এক ফলাফল ঘিরে উচ্ছ্বসিত স্কুল। উচ্ছ্বসিত এই মেধাবী। তাঁর লক্ষ্যে আপাতত ইঞ্জিনিয়ারিং এর স্বপ্ন। তবে মেডিক্যাল ও পদার্থবিদ্যা নিয়েও পড়ার স্বপ্ন রয়েছে। শুধু উচ্চমাধ্যমিকই নয়, মাধ্যমিকেও স্কুলের গর্ব হয়ে উঠেছিলেন এই কৃতী। তাঁকে নিয়ে খুশি স্কুলের মহারাজও।